রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী

0
59

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

সংঘাতের মাঝে অন্য ছবি দেখা গেল রাজভবনে। সাধারণতন্ত্র দিবসে এক মঞ্চে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। অবশেষে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ডাকে সাড়া দিয়ে রাজভবনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

CM at Rajbhaban  | newsfront.co
রাজভবনে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

জাগদীপ ধনকর রাজ্যপাল হয় এই রাজ্যে আসেন এবং দায়িত্ব গ্রহণের পরই রাজ্যকে কিছু না জানিয়ে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক ডাকেন তিনি। আর তাতেই জন্ম নেয় রাজ্য-রাজ্যপাল সংঘাত। তারপর থেকে একদিকে রাজ্যপাল যেমন বিভিন্ন ইস্যুতে বারবার রাজ্যকে আক্রমণ করেছেন তেমন ভাবে রাজ্য সরকারের পক্ষ থেকেও বারবার রাজ্যপালকে আক্রমণ করা হয়েছে।

CM at Rajbhaban 2 | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর গত ডিসেম্বর মাসে যখন নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যে বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সারা রাজ্যে আগুন জ্বলছিল তখন রাজ্যপাল জাগদীপ ধনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে রাজভবনে করে এইসব বিষয়ে জানার জন্য কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী যাননি।

আরও পড়ুনঃ সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি মহানগরীর রেড রোডে

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে যোগদান করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here