ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
এবার করোনা মোকাবিলায় আরও কঠোর হতে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের যে সমস্ত এলাকা গুলিকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে সেগুলিতে বিশেষ নজর দিতে প্রয়োজনে পুলিশকে আরো সক্রিয় করে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন।
বুধবার নবান্নের সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেলাশাসক ও এসপিদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোনভাবেই যাতে গোষ্ঠীর সংক্রমণ না ছড়ায় তার জন্য প্রয়োজনে পুলিশকে কঠোর হতে হবে।
তবে হাওড়া যেহেতু এ রাজ্যের ৪টির মধ্যে অন্যতম হটস্পট জোন। হাওড়ার প্রতি আরো কঠোর হতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী তার বক্তব্য জানিয়েছেন হাওড়ার মূলত শিবপুর, সাঁকরাইল এবং হাওড়া শহর এলাকা করোনার সংক্রমণে স্পর্শকাতর।
প্রয়োজনে হাওড়ায় সশস্ত্র পুলিশ বাহিনী নামিয়ে করোনা মোকাবিলায় কঠোর হতে পারে রাজ্য।পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো জানান আগামী ১৪ দিনের মধ্যে হাওড়াকে রেড জোন থেকে অরেঞ্জ জোনে আনতে হবে। এভাবে তিনি ইঙ্গিত দেন হাওড়ার মতো আরো রাজ্যে বেশ কয়েকটি জায়গায় কঠোর হতে পারে পুলিশ।
তবে এদিন সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্য যেটা উঠে এসেছে তা হলো গোষ্ঠী সংক্রমণ যাতে কোনোভাবেই না হয় সেজন্য এক জায়গায় পাঁচ জনের বেশি জটলা না করা, ঠান্ডা জ্বরের মতো শারীরিক অসুস্থতা যাতে না হয় সেদিকে নজর রাখা। সাথে সমস্ত সরকারি আধিকারিক পুলিশকর্মীদের আরো সক্রিয় হতে তিনি নির্দেশ দিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584