নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয় নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা সায়ন্তন বসুর।
মঙ্গলবার আলিপুরদুয়ারে জেলা পার্টি অফিসে তিনি বলেন, “আইপিএস রাজীব কুমারকে সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে সেটিং করার জন্য মমতা দিল্লি ছুটছেন। একসময় সিবিআইয়ের হাত থেকে রাজীবকে বাঁচাতে মমতা ব্যানার্জী দারোয়ানের কাজ করেছেন। এখন যাচ্ছেন প্রধানমন্ত্রীর সাথে সেটিং করতে। রাজীব কুমার কোথায় আছেন সব কিছু জানেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় নেতৃত্বকে মমতার দিল্লি সফর নিয়ে রাজ্য বিজেপি নেতারা আগাম সতকর্তার বার্তা দিয়েছেন বলে দাবি সায়ন্তনের।
আরও পড়ুনঃ ফালাকাটায় এসএফআইয়ের ধিক্কার মিছিল
এনআরসি প্রসঙ্গে সায়ন্তন এদিনও দাবি করেন, একজন হিন্দু বাঙালির নামও কাটা যাবে না। তবে বাংলাদেশ থেকে আগত একজন মুসলিমও এনআরসি-তে থাকবে না। পশ্চিমবঙ্গে এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, নাগরিকত্ব বিল পাশ করার পর পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা দরকার। দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল তাই বাংলাদেশ থেকে আসা মুসলিমদের থাকতে দেবো না। তৃনমূল নাগরিকত্ব সংশোধনি বিল আটকে দেখাক, ক্ষমতা নেই। আমরা বিল পাশ করবোই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584