শুভশ্রী মৈত্র, কলকাতাঃ
১৪ বছর আগে ১৪ মার্চ শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনেই নন্দীগ্রামে ঢুকেছিল পুলিশ এবং নির্বিচারে গুলি চালিয়েছিল নিরীহ গ্রামবাসীর ওপর। নন্দীগ্রামের সভামঞ্চে শিশির এবং তাঁর ছেলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ তুললেন মমতা ব্যানার্জি।
সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন শিশির অধিকারী, উল্টে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কমিশনে নালিশ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা।এদিন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী বলেন,‘যখন নন্দীগ্রামের ঘটনা ঘটল, পুলিশ ঢুকল, গদ্দাররা কি তা জানতেন না? অতবার তাদের বুদ্ধবাবুর সাথে কথা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে, পুলিশের পোশাক পরে অনেকে গুলি চালিয়েছিল। হাওয়াই চটি পরে এসেছিল। এবারেও সেসব কেলেঙ্কারি করছে। এই বাপ–ব্যাটার পারমিশান ছাড়া সেদিন পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারত না, আমি চ্যালেঞ্জ করে বলছি।’
আরও পড়ুনঃ এক যুবককে সপাটে চড় কষিয়ে বিতর্কে টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতদিন তাহলে তৃণমূল সুপ্রিমো চুপ করেছিলেন কেন? সে জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ‘ভদ্রলোক বলে কিছু বলিনি। সহ্য করে গিয়েছি।’ প্রাক্তন তৃণমূল নেতা শিশির অধিকারী অস্বীকার করেছেন সব অভিযোগ। তাঁর দাবি, মমতা হেরে যাবেন বুঝে এসব বলছেন।
মূখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শিশির অধিকারী বলেন ‘যে সব পুলিশ অফিসাররা এখানে গুলি চালিয়েছিল, তাঁদের তো উনি বড় বড় পদ দিয়েছেন!’মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানাবেন এমন হুঁশিয়ারিও দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা শিশির অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584