টুইটারে শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
153

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণার আগেই বাংলার শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারের মাধ্যমে এই ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

cm mamata banerjee | newsfront.co
ফাইল চিত্র

রাজ্যের দক্ষ ও অদক্ষ শ্রমিক, দিনমজুরদের মজুরি বাড়ালেন তিনি। এই মুহূর্তে রাজ্যে ৫৬ হাজার ৫০০ জন অদক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক রয়েছেন। প্রত্যেকেরই দৈনিক মজুরি কোনও না কোনও হারে বাড়ছে মুখ্যমন্ত্রীর টুইটে প্রকাশ।রাজ্যের দক্ষ ও অদক্ষ শ্রমিক, দিনমজুরদের মজুরি বাড়ালেন তিনি।

এই মুহূর্তে রয়েছেন ৫৬ হাজার ৫০০ জন অদক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক। মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, অদক্ষ শ্রমিকদের দিন প্রতি মজুরি ১৪৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০২ টাকা।

আরও পড়ুনঃ ২-৩ মার্চ কলকাতায় অমিত শাহ

অর্ধদক্ষ শ্রমিকদের এতদিন দৈনিক মজুরি ছিল ১৭২ টাকা, এবার থেকে পাবেন ৩০৩ টাকা। আর দক্ষ শ্রমিকরা এখন থেকে দৈনিক মজুরি হাতে পাবেন ৪০৪ টাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here