নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণার আগেই বাংলার শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারের মাধ্যমে এই ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
রাজ্যের দক্ষ ও অদক্ষ শ্রমিক, দিনমজুরদের মজুরি বাড়ালেন তিনি। এই মুহূর্তে রাজ্যে ৫৬ হাজার ৫০০ জন অদক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক রয়েছেন। প্রত্যেকেরই দৈনিক মজুরি কোনও না কোনও হারে বাড়ছে মুখ্যমন্ত্রীর টুইটে প্রকাশ।রাজ্যের দক্ষ ও অদক্ষ শ্রমিক, দিনমজুরদের মজুরি বাড়ালেন তিনি।
I am pleased to announce a HIKE in the wages of daily wage workers under WB Urban Employment Scheme:
> To ₹202 per day from ₹144 earlier for unskilled labour
> To ₹303 from ₹172 earlier for semi-skilled
> ₹404 for skilled labour (new category introduced)
(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) February 26, 2021
এই মুহূর্তে রয়েছেন ৫৬ হাজার ৫০০ জন অদক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক। মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, অদক্ষ শ্রমিকদের দিন প্রতি মজুরি ১৪৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০২ টাকা।
আরও পড়ুনঃ ২-৩ মার্চ কলকাতায় অমিত শাহ
অর্ধদক্ষ শ্রমিকদের এতদিন দৈনিক মজুরি ছিল ১৭২ টাকা, এবার থেকে পাবেন ৩০৩ টাকা। আর দক্ষ শ্রমিকরা এখন থেকে দৈনিক মজুরি হাতে পাবেন ৪০৪ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584