জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক, আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক, জানালেন মুখ্যমন্ত্রী

0
85

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। তিন ঘণ্টার বদলে দেড় ঘণ্টা করে হবে একেকটি পরীক্ষা। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

madhyamik and hs exam | newsfront.co
প্রতীকী চিত্র

এবছর মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ১২ লক্ষ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রায় সাড়ে ৮ লক্ষ। ৩ ঘণ্টার বদলে দেড় ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হোম সেন্টারে অর্থাৎ নিজের স্কুলেই হবে পরীক্ষা। শুধুমাত্র আবশ্যিক বিষয়ের উপরই হবে পরীক্ষা। বাকি বিষয়গুলির ক্ষেত্রে পূর্বের রেজাল্টের ভিত্তিতে নম্বর দেবে স্কুল। দূরত্ব বিধি ও কোভিড প্রটোকল মেনেই নেওয়া হবে পরীক্ষা।

আরও পড়ুনঃ রাজ্যে ১৫ জুন পর্যন্ত বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ , ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বাড়ির কাছে নিজের স্কুলে পরীক্ষার সিট পড়লে যানবাহনে চড়ে যেতে হবে না পরীক্ষার্থীদের। মাধ্যমিক পরীক্ষা হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। শুধুমাত্র ৭টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিতে হবে। সাত দিনের মধ্যে শেষ হবে পরীক্ষা। ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ হবে।’

আরও পড়ুনঃ করোনার জেরে এবার স্থগিত হল জেইই অ্যাডভান্সড ২০২১ পরীক্ষা

উচ্চমাধ্যমিক পরীক্ষা বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপার থাকে তাই এই পরীক্ষা আগে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখানেও ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ হবে। দেড় ঘণ্টা করে প্রত্যেকটি পরীক্ষা।এক্ষেত্রেও সিট পড়বে পরীক্ষার্থীদের নিজ নিজ স্কুলে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here