শুভম বন্দ্যোপাধ্যায় কলকাতাঃ
মানুষের অর্থনৈতিক পরিস্থিতি আগের অবস্থায় ফিরতে অনেক সময় লাগবে অনুধাবন করে মঙ্গলবার বিকেলে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে আগামী নভেম্বর পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মোদি। তার ভাষণ শেষ হতেই নবান্নে পালটা বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন. আমি আগামী বছর জুন পর্যন্ত ফ্রি রেশনের মেয়াদ বাড়িয়ে দিচ্ছি। রাজ্যে ১০ কোটি মানুষ জুন পর্যন্ত রেশনে চাল, আটা বিনামূল্যে পাবেন।
প্রসঙ্গত, পুরভোট না হলেও সমস্ত রাজনৈতিক দলেরই আপাতত পাখির চোখ ২০২১-এর বিধানসভা ভোট। করোনা সংক্রমণ এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কি ভাবে বিধানসভা ভোট করানো যায়, আপাতত তারই পরিকল্পনা শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রচার কৌশলে ব্যবহার করবে, তা ভালই বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাদের বিন্দুমাত্র রাজনৈতিক জমি তৈরির সুযোগ না দিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ২০২১-এর জুন পর্যন্ত বিনামূল্যে চাল, আটা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, এমনটাই মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুনঃ প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের জন্য মাসিক সাড়ে ৬ হাজার টাকা করে আর্থিক প্যাকেজ
প্রধানমন্ত্রী এ দিন নিজের ভাষণে বলেন, করোনা পরিস্থিতিতে এতদিন দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে তিন মাসের রেশন দিয়েছে সরকার। এবার পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামী নভেম্বরের শেষ পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষ এই ফ্রি রেশনের সুবিধা পাবেন। চাল ডাল-সহ মাথাপিছু এক কেজি করে চানা ডালও পাবেন সাধারণ মানুষ। তাঁর দাবি, এক দেশ এক রেশন কার্ড সূচনা পর্বে বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র সরকার।
আরও পড়ুনঃ বাড়িতে বসেই ৪৫০ টাকা খরচে করোনার পরীক্ষা, খোলা বাজারে অ্যান্টিজেন কিট বিক্রির অনুমতি রাজ্যের
এরপরই নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষ করে সাংবাদিক সম্মেলনে বসেন মুখ্যমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর ঘোষণা নিয়ে বলেন, ‘এক দেশ এক রেশন কার্ডের বিষয়টা আমাকে আগে বুঝতে হবে। এক দেশ, এক দল আর এক দেশ, এক নেতা করার চেষ্টা হচ্ছে। তবে কেন্দ্র ঠিক কী চাইছে সেটা না জেনে আমি কোনও প্রতিক্রিয়া দিতে পারব না।’
এরপরই তিনি বলেন, কেন্দ্রের দেওয়া চাল তো দেখেছি। এফসিআইয়ের চালের মান আর আমাদের দেওয়ার চাল অনেক ভাল। রেশন কার্ড পিছু ৫ কেজি করে চাল দেব। আর এবার থেকে আটাও দিচ্ছি। কেন্দ্র নভেম্বর পর্যন্ত দেবে তো! আমি আগামী বছর জুন মাস পর্যন্ত ফ্রি রেশন দেব। এতে রাজ্যের ১০ কোটি মানুষ উপকৃত হবেন।’ তবে প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশন দিন বা মুখ্যমন্ত্রী, আখেরে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টায় যে লাভ হবে সাধারণ মানুষেরই, তা বলাই বাহুল্য!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584