নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বাতিল করা হল এ বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আজ সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, কয়েকদিন আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নিয়ে অভিভাবকদের কাছে ই-মেল মারফত মতামত জানতে চেয়েছিল রাজ্য সরকার। তার পরিপেক্ষিতেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ বেতন বকেয়া থাকলেও ক্লাস বন্ধ করা যাবে না, হাইকোর্টের রায়ে স্বস্তি অভিভাবকদের
মুখ্যমন্ত্রী জানান, ‘প্রায় ৩৪ হাজার ইমেল পেয়েছে রাজ্য সরকার। তার মধ্যে ৮৩ শতাংশ পরীক্ষা না নেওয়ার পক্ষে। আর এই সিদ্ধান্তের ভিত্তিতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিল করা হল। হবে মূল্যায়ন তবে তা কিভাবে হবে ৭ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।’জনমতকে গুরুত্ব দিয়ে এবং ছাত্রছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584