শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিধানসভা ভোট বড় বালাই! গরীব মানুষের জন্য চালু হওয়া স্বাস্থ্য সাথী প্রকল্পকে এ বার সার্বজনীন করার কথা ঘােষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা কোনওরকম স্বাস্থ্য বিমার সুযােগ পান না, তারা সবাই এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযােগ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন।প্রসঙ্গত, রাজ্যে স্বাস্থ্য প্রকল্প বহুদিন যাবৎ চালু হলেও সেই প্রকল্পের সুবিধা সব পরিবার পেত না। রাজ্যের সাড়ে সাত কোটি পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার লক্ষ্য ছিল সরকারের। আরও আড়াই কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে। আর উল্লেখযোগ্য হল যে গৃহকর্ত্রীর নামে সেই কার্ড ইস্যু করবে সরকার।
রাজ্য প্রশাসনের এই প্রচেষ্টা বলে মনে করছেন অনেকেই। মাথা পিছু ৫ লক্ষ টাকা বিমা নয়, পরিবার পিছু ৫ লক্ষ টাকা বিমা । তবে পরিবারের কোনও এক সদস্যের জন্য পুরাে বিমার টাকা অর্থাৎ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা নেওয়া যাবে।
আরও পড়ুনঃ বীরভূমে দিলীপ ঘোষের কুশপুত্তলিকায় গোবর ঢালল মহিলা তৃণমূল কর্মীরা
কি কি সুবিধা পাওয়া যাবে এই স্বাস্থ্যসাথী প্রকল্পে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্যাশলেস প্রক্রিয়ায় সরকারি হাসপাতাল ছাড়াও দেড় হাজার বেসরকারি হাসপাতাল বা নার্সিংহােমকে এর আওতায় এম্প্যানেল করা হয়েছে। দুয়ারে দুয়ারে গিয়ে বা ব্লক ক্যাম্পেনিং করার সময় জনসাধারণের কাছে তথ্য নেওয়া হবে। তারপর যথাসময়ে কার্ড পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুনঃ হিলিতে জাতীয় সংবিধান দিবস উদযাপন
যদিও বিজেপির দাবি, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সার্বজনীন স্বাস্থ্য বিমার সুবিধা দু’বছর আগে শুরু হয়েছে। ভােটের আগে ঠ্যালায় পড়ে এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584