উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
আগামী দু’মাসের মধ্যে শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ইতিমধ্যেই ২০ হাজার যুবক-যুবতী টেট পাশ করেছে। শূন্যপদ ১৬,৫০০। ডিসেম্বর ও জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নতুন করে টেট হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
বুধবার নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী বলেন,”প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার। ২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট পরীক্ষার পর ইন্টারভিউ হবে। এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার। আগামী দু’মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন,”সিদ্ধান্ত নিয়েছি, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ওই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।” পরে তিনি আরও জানান,”এবছর দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের টেস্ট পরীক্ষা হবে না।”
আরও পড়ুনঃ নবান্নে কোভিড বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান
নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,”অতিমারী পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তৃতীয় টেট পরীক্ষার আবেদন পড়েছে আড়াই লক্ষ। প্রাথমিক শিক্ষক পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা নেবে।”
আরও পড়ুনঃ আমজনতার জন্য শুরু হল লোকাল ট্রেনের চলাচল
কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে টেস্ট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, টেস্ট ছাড়াই ২০২১ সালে সব ছাত্রছাত্রীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584