শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আনলক ফেজ ১ ধীরে ধীরে সমস্ত কিছু খোলার ক্ষেত্রেই ছাড় দিচ্ছে কেন্দ্র তথা রাজ্য সরকার।
৮ জুন থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিস। বেশ কিছু অফিসে ১০০ শতাংশ হাজিরার পাশাপাশি অন্তত ৭০ শতাংশ হাজিরার ওপর জোর দেওয়া হয়েছে।
কিন্তু পরিবহণের সমস্যা থাকায় এই প্রথম বেসরকারি অফিসের মত রাজ্য সরকারি অফিসেও ২ টি শিফট চালু করলেন মুখ্যমন্ত্রী। যাতে সকলে অফিসে আসতে পারেন এবং কাজের ক্ষেত্রেও যাতে গতিময়তা বজায় থাকে, তার জন্যই এই নির্দেশ বলে জানিয়েছেন তিনি।
বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারি অফিসে চালু হচ্ছে দু’টি শিফট। প্রথম শিফট সকাল সাড়ে ন’টা থেকে শুরু হয়ে চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। আরেক দফা শিফট দুপুর সাড়ে ১২ টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত।
আরও পড়ুনঃ করোনা এক্সপ্রেস বলিনি, ভুল ব্যাখ্যা হয়েছে দাবী মুখ্যমন্ত্রীর
এর ফলে যেমন অফিসে জমায়েত এড়ানোর পাশাপাশি পরিবহণের সমস্যাও বেশকিছুটা এড়ানো যাবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বেসরকারি অফিসগুলির প্রসঙ্গে মমতা বলেন, “বেসরকারি ক্ষেত্রে সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম করুন। যাঁরা বাড়ি থেকে কাজ করতে পারবেন, তাঁদের করতে দিন। যাঁদের একদম সম্ভব হবে না, একমাত্র তাঁরাই অফিসে আসুন।”
একইসঙ্গে রাজ্যে করোনা সংক্রমনের বৃদ্ধির হার দেখে আতঙ্কিত না হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বেশি সংখ্যায় মানুষের টেস্ট হচ্ছে তাই বেশি করোনা ধরা পড়ছে। এতে আসল চিত্রটা সকলের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। সতর্ক থাকলে আপনারা করোনা আক্রান্ত হবেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584