শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
যেভাবেই হোক পার করতে হবে একুশের ভোট বৈতরণী। তাই ফের আরও একবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস এবং বিপুল কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যদিও বিরোধীদের দাবি, ভোট কেটে গেলে এই প্রকল্পগুলি দিনের আলো দেখবে কি না, তা নিয়ে অবশ্য প্রশ্ন থাকছেই।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বানতলায় চর্মশিল্পে কমপক্ষে পাঁচ লক্ষ কর্মসংস্থান হবে। জার্মানের বিনিয়োগে মেদিনীপুরে সৌরবিদ্যুৎ প্রকল্পেও প্রচুর মানুষ কাজের সুযোগ পাবেন। দিঘাতেও কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর আগেই ওই কেবল ল্যান্ডিং স্টেশনে প্রায় ১ হাজার কোটি টাকা জিও লগ্নি করছে বলেও জানিয়েছিলেন তিনি। ওই শিল্পে প্রচুর বেকার যুবক যুবতী কাজ পাবেন বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও পরিবেশ রক্ষার কথা মাথায় রেখেও রাজ্য সরকার পরিবেশবান্ধব নানা প্রকল্পের কথা ভাবছে বলেও জানান মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি সামলে পাহাড় থেকে সমুদ্রে পর্যটন শিল্পের মাধ্যমে প্রচুর উন্নতি হতে পারে, বলে এদিন মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ১৬ ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, নির্দেশ স্যাটের
এছাড়া রাজ্যের বর্তমান প্রকল্প গুলি ঘোষণা ছাড়া সবুজ সাথী থেকে সবুজশ্রী প্রকল্প গুলির সফলতার কথা এ দিন ফের বলেন মুখ্যমন্ত্রী। যদিও বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রী যা বলেন সত্যিই যদি তাই হতো তাহলে রাজ্যের শিল্পের চেহারাই বদলে যেত আর রাজ্যের যুবকদের বেকার বসে থাকতে হতো না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর এগোনো যাবে না। আগামী বিধানসভা নির্বাচনে ভোট বাক্স মুখ্যমন্ত্রীর সমস্ত ভুয়ো প্রতিশ্রুতির জবাব দেবেন সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584