নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের জেরে এবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল -সবকটি পরীক্ষাই বাতিল হয়ে যায়। আগের ক্লাসের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন হয় ও চূড়ান্ত মার্কশিট তৈরি করে বোর্ডগুলি। প্রতিটি পরীক্ষাতেই এবার পাশের হার ১০০ শতাংশ। সবকটি পরীক্ষাতেই ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী।
সেইসব কৃতি ছাত্রছাত্রীদের বৃহস্পতিবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানায় রাজ্য সরকার। নবান্ন থেকে ভারচুয়ালি এই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা , হাইমাদ্রাসা সব কটি বোর্ড মিলিয়ে ১৭০০ জন পড়ুয়াকে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের প্রত্যেককে ল্যাপটপ উপহার দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয় ‘কেরিয়ার গাইড’ নামে একটি পোর্টাল, যেখানে থাকবে দেশ বিদেশে উচ্চ শিক্ষার যাবতীয় তথ্য যা সহায়ক হবে ছাত্রছাত্রীদের।
পাশাপাশি, এই সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ পাবে পড়ুয়ারা।
আরও পড়ুনঃ কার্যনির্বাহী ডিজি মনোজ মালব্যকে সশরীরে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের
উল্লেখ্য, এর আগে ‘বিবেকানন্দ স্কলারশিপ’ পেতে হলে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকতে হতো। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। প্রতিটি জেলার জেলাশাসকের দপ্তরে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা, তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেখা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত সব ছাত্রছাত্রীদের আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ”নতুন ভোর আসুক তোমাদের জীবনে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584