অতিথিকে সিএএ-এনআরসি নিয়ে ভাবার আবেদন মুখ্যমন্ত্রীর

0
62

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

রাজভবনে মোদী মমতা বৈঠক শেষ। বৈঠক শেষে মমতা জানান কেন্দ্রের কাছে প্রাপ্য অর্থ নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে। একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর অতিথিকে সিএএ এনআরসি নিয়ে ভাবার কথা বলেছেন বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee | newsfront.co
চিত্র সৌজন্যঃ এএনআই

রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ” প্রধানমন্ত্রীর সাথে দেখা করা আমার সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে, একই সাথে সৌজন্যের মধ্যেও পড়ে।

রাজ্যের ২৮ হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের থেকে। একই সাথে বুলবুলের ৭ হাজার কোটি টাকা বাকি রয়েছে। রাজ্যের টাকা যেটা আমাদের প্রাপ্য, তা যাতে মিটিয়ে দেওয়া হয় তা বলেছি।”

আরও পড়ুনঃ রাজভবনে মুখোমুখি মোদী-মমতা

এরপরই মমতা বলেন,” আজ বলেছি, আপনি আমার অতিথি জানিনা বলা ঠিক হবে কিনা, তবুও বলছি সিএএ এপিআর এনআরসির বিরুদ্ধে আন্দোলন চলছে।

মানুষে মানুষে বৈষম্য হওয়া উচিৎ নয়। কোনও মানুষের উপর কোনও অত্যাচার যেন না হয়। এটা দেখার জন্য বলেছি। সিএএ- এনআরসি নিয়ে আপনারা ভাবুন ফের। আমরা চাই সিএএ এনআরসি বাতিল হোক ”

এই বৈঠক প্রসঙ্গে সিপিএম নেতা মহম্মদ সেলিম জানান, ” দিনে দিনে বাড়ল দেনা ওঁর। বাইরে এক কথা বলেন, ভিতরে আরেক কথা বলেন।

আরও পড়ুনঃ ফুল দিয়ে মোদীকে স্বাগত ফিরহাদের, উপস্থিত দিলীপ মুকুল

অতীতেও আমরা দেখেছি এটা। শীতকালে যাত্রা বেড়ে যায়। যাত্রাশিল্পী হিসাবে নাম লেখানো উচিত ওঁর। দেনা নিয়ে অর্থমন্ত্রী, অর্থসচিবের সঙ্গে কথা বলতে হয়, তাঁদের বাদ দিয়ে একান্তে আলোচনা হয় না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here