নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবারের মেদিনীপুর কলেজিয়েট স্কুল মাঠের জনসভা সফল করতে সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে ৷ সভাস্থল এবং সার্কিট হাউস স্যানিটাইজ করার পাশাপাশি প্রশাসনিক স্তরে সবরকম তৎপরতা নেওয়া হয়েছে ৷
আজ বিকেল ৫ টা ৫০ মিনিটে মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌঁছান ৷ আগে খবর ছিল, সোমবার হেলিকপ্টারে মেদিনীপুর পৌঁছাবেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু দলীয় সূত্রে জানা গেছে, আজ তিনি মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন এবং সোমবার জনসভায় বক্তব্য রাখবেন ৷
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে বিজেপি লোক দেবে! কটাক্ষ দিলীপের
জেলা তৃণমূল সূত্রে আরও জানানো হয়েছে, জনসভার পর তিনি সোমবার সার্কিট হাউসে থাকতে পারেন এবং মঙ্গলবার কলকাতায় ফিরবেন ৷ মুখ্যমন্ত্রীর আসার আগে তাই পুরো সার্কিট হাউস জীবাণুমুক্ত করা হয়েছে ৷ সভার পর সার্কিট হাউস থেকে দলের জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর ৷
আরও পড়ুনঃ জেলের আসামীর কথা বিশ্বাস করে না, সুদীপ্ত সেন চিঠি প্রসঙ্গে দিলীপ মন্তব্য
মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার নেতাকর্মীরা রবিবারও শেষ মূহুর্তে জোর প্রচার চালাচ্ছেন ৷ সোমবার মুখ্যমন্ত্রীর জনসভায় প্রায় এক হাজার বাস ও অন্যান্য গাড়িতে করে লোক আসবে বলে দলের জেলা নেতৃত্ব জানিয়েছেন ৷
দলের পশ্চিম মেদিনীপুরের সভাপতি অজিত মাইতি জানান, “সোমবারের মুখ্যমন্ত্রীর জনসভা ঐতিহাসিক জনসভায় পরিণত হবে ৷ এজন্য সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে ৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584