স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের মধ্যেই আইপিএস ‌ডেপুটেশন নিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

0
67

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্য প্রশাসনের আপত্তি সত্ত্বেও তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে সরিয়ে নেওয়া রীতিমতো আহত করেছে মুখ্যমন্ত্রীকে। রবিবার বোলুপরে অমিত শাহের সফর চলাকালীনই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

cm | newsfront.co
নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

এই ঘটনার মধ্যে তিনি যে শেষ পর্যন্ত লড়াই করবেন, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।আইপিএস ডেপুটেশন নিয়ে কেন্দ্রকে নিশানা করে রবিবার টুইটারে তিনি লিখেছেন, পুলিশ আধিকারিকদের বদলি করে রাজ্যের অধিকারে নির্লজ্জভাবে নাক গলাচ্ছে কেন্দ্র। একইসঙ্গে তিনি বাংলাকে সমর্থন করার জন্য দিল্লি, ছত্তিশগড়, রাজস্থান, পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং এম কে স্টালিনকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ গৃহীত হল শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ডিএমকে প্রধান এম কে স্টালিনকে ধন্যবাদ জানিয়ে মমতা লিখেছেন, এঁরা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মজবুত রাখার প্রতি সমর্থন জানিয়ে বাংলার পাশে দাঁড়িয়েছেন।বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পর রাজ্যের ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগদান করে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন শুভেন্দু অধিকারী

তাতে রাজ্য আপত্তি জানালেও ৭ দিন পর বিশেষ ক্ষমতা বলে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জারি এক নির্দেশিকায় দক্ষিণবঙ্গের এডিজি রাজীব মিশ্রকে ইন্দো–তিব্বত বর্ডার পুলিশ, প্রেসিজেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীকে সীমা সুরক্ষা বল ও ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে পুলিশ রিসার্চ ব্যুরোতে বদলি করা হয়েছে। সেই নিয়েই ফের টুইটে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here