মুর্শিদাবাদে মীরজাফরের ইতিহাস স্মরণ করিয়ে দলত্যাগী থেকে বিরোধীদের তুলোধোনা মুখ্যমন্ত্রীর

0
101

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর ষ্টেডিয়ামের হেলিপ্যাডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার অবতরণ করে। এরপরেই মূল মঞ্চে আসেন তিনি। মঞ্চে উপস্থিত তৃণমূল নেতৃত্বকে ও সভাস্থলে উপস্থিত মানুষদের সম্ভাষণ জ্ঞাপন করে বক্তব্য শুরু করেন তৃণমূল সুপ্রিমো। দলত্যাগীদের দুষ্ট গরুর সাথে তুলনা করেন তিনি। যারা বিজেপি করবেন বলে মনে করছেন তাদের চলে যেতে দলের তরফে বাধা নেই বলে মন্তব্য করেন দলনেত্রী।

mamata banerjee | newsfront.co
বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজস্ব চিত্র

দলত্যাগীরা দলকে টাকার বিনিময়ে বিক্রি করেছেন বলে অসন্তোষ প্রকাশ করেন মমতা। বহরমপুরের বাসিন্দা উত্তরাখন্ডে প্রয়াত স্বামী বিশ্বরূপানন্দের প্রতি শ্রদ্ধাও জানান তিনি। এরপরেই মুর্শিদাবাদের মীরজাফরের ইতিহাস স্মরণ করিয়ে দলত্যাগীদের মীরজাফরের সাথে তুলনা করেন। তারা দুর্নীতিগ্রস্ত। গরু পাচার, কয়লা পাচার সহ নানান দুর্নীতি থেকে বাঁচতে বিজেপির ওয়াশিং মেশিনে সাদা হতে চাইছে বলেও কটাক্ষ করেন মমতা ব্যানার্জি।

audience | newsfront.co
জনসমাগম। নিজস্ব চিত্র

বিজেপিকে দাঙ্গাবাজদের দল বলে নোটবন্দী সহ বিজেপি সরকারের নানান কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনায় মুখর হন বাংলার মুখ্যমন্ত্রী। এ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতির নজির তুলে ধরে বিজেপি কে রোখার আহ্বান জানান তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গের তুলনা করে বাংলার নারীদের সম্মান ও সম্ভ্রম রয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

tmc public meeting | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

করোনা কালে পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরার বন্দোবস্ত করেনি কেন্দ্র, কিন্তু দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিজেপিতে নিয়ে যেতে চাটার্ড ফ্লাইট দিচ্ছে বিজেপি বলে কটাক্ষ করেন তিনি। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের কৃষকেরা দুরাবস্থায় রয়েছেন বলে এ রাজ্যের কৃষকদের কল্যাণে রাজ্যের খতিয়ান তুলে ধরেন তৃণমূল নেত্রী। বিজেপি চোরেদের পার্টি, গদ্দারদের পার্টি, বড়লোক জোতদারদের পার্টি বলে উল্লেখ করেন দলনেত্রী। গুজরাট নয় বাংলায় বাংলা শাসন করবে।

আরও পড়ুনঃ চাকরির দাবিতে সরব ছাত্র পরিষদ

তৃণমূল কংগ্রেস বাংলা শাসন করবে। তৃণমূলে যারা দুর্নীতিবাজ তারা বিজেপিতে চলে গেছে। তাই তৃণমূল প্রতিশ্রুতি বদ্ধ জনগণের পক্ষে কাজ করতে বলে জানান দেন নেত্রী। গত ৯ বছরে রাজ্যের কল্যাণে বহু কিছু করেছে তৃণমূল কংগ্রেসের সরকার বলে দাবী করেন তিনি। আগামীতে মুর্শিদাবাদের ২২ টি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।

নিজের প্রতি প্রশাসনিক রাজনৈতিক নির্যাতনের কথা উল্লেখ করে তিনি দাবী করেন, আগামী দিনে মুর্শিদাবাদ ও মালদা জেলার সকল আসনেই জয়ী হবে তৃণমূল। নাম না করে মিম ও আইএসএফের ও তীব্র সমালোচনা করেন তিনি। তাই ওই দল গুলিকে ভোট দিলে বিজেপির লাভ বলে মন্তব্য করেন। একই সাথে বাম কংগ্রেসের সাথেও বিজেপির আঁতাত রয়েছে বলে দাবী করেন।

আরও পড়ুনঃ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

রাজ্যের মানুষের জন্যে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন স্কলারশিপ ও সরকারী ভাতার খতিয়ান তুলে ধরেন তিনি। এন পি আর করা যাবেনা বলে বিধানসভায় বিল পাশ করেছেন বলেও দাবী করেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে এসে রাজ্য সরকারের কর্মচারীরা বেতন পাচ্ছেন না বলে, করা প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে দেশের প্রধানমন্ত্রীর নাম করে মিথ্যেবাদী বলে আখ্যাদেন বাংলার মুখ্যমন্ত্রী। সেল,রেল,বিএসএনল,এলআইসি বিক্রি করে দিচ্ছেন বলে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here