বল্লভপুর আদিবাসী পাড়াতে মুখ্যমন্ত্রী,সমস্যা শুনে সমাধানের আশ্বাস

0
78

পিয়ালী দাস, বীরভূমঃ

বাংলার জননেত্রী যে মাটির সাথেই জীবন ধারণে বিশ্বাসী তা আজ আবার প্রমাণ করলেন।বোলপুর সফর থেকে কলকাতা ফেরার আগে সবাই কে অবাক করে দিয়ে পৌঁছে যান স্থানীয় বল্লবপুর আাদিবাসী পাড়াতে। রাস্তার পাশে থাকা দাদা- বৌদির হোটেলের দোকানীর হাতের তৈরী চা খান ।

cm mamata banerjee | newsfront.co
আদিবাসী পাড়ায় মুখ্যমন্ত্রী ৷ নিজস্ব চিত্র

দোকানের মালিক কে জিজ্ঞেস করেন কি কি রান্না হচ্ছে? গ্রামের মধ্যে থাকা জহর থানে প্রণাম করেন। এরপর আদিবাসী মহিলাদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন দুয়ারে সরকার প্রসঙ্গে তাদেরকে অবগত করেন৷ সরকারি সুযোগ সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কি না। গ্রামের মহিলারা জানান তাদের দুটো সমস্যা রয়েছে, প্রথমটি শৌচাগারের অভাব রয়েছে, দ্বিতীয় সরকারি বাড়ি তারা কিভাবে পেতে পারে।

আরও পড়ুনঃ ভাতার বদলে নির্দিষ্ট সরকারি বেতনের দাবিতে কলেজ স্ট্রিট অবরোধ পার্শ্ব শিক্ষকদের

সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলাশাসক বিজয় ভারতী কে নির্দেশ দেন অবিলম্বে এলাকার মানুষের যা যা সমস্যা রয়েছে তা সমাধান করতে হবে।পাশাপাশি অনুব্রত মন্ডলকে বলেন আগামীকাল থেকেই যেন শৌচাগার নির্মাণের কাজ শুরু হয় সেটা দেখতে হবে।

আরও পড়ুনঃ শান্তনু ঠাকুরের হাত থেকে মাইক কেড়ে নিল বিজেপি নেতৃত্ব

আদিবাসী মহিলা সুনমনি সোরেন বলেন, হাতের সামনে দিদিকে পেয়ে সমস্যার কথা জানাতেই সমাধান করলেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে আচমকা মুখ্যমন্ত্রী আমাদের পাড়াতে এসে আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলবেন ভেবে গায়ে কাঁটা দিচ্ছে। আমরা স্বচক্ষে দেখে বুঝতে পারলাম সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মাটির মানুষ।

দাদা-বৌদির দোকানের দাদা, বাবু বাগদী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দোকানে এসে আমার হাতে তৈরি করা চা খাবেন সেটা কখনও স্বপ্নেও ভাবিনি। ওনাকে কাছে থেকে দেখলাম, প্রণাম করলাম, আমার জীবন সার্থক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here