CNCI-এর দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনের ভার্চুয়াল সভায় রাজ্যপালের বিরুদ্ধে মোদীকে অভিযোগ মমতার

0
110

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

শুক্রবার ভার্চুয়ালি চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীকে সামনে পেয়েই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee complaint PM Modi over Jagdeep Dhankhar
মমতা বন্দ্যোপাধ্যায়-জগদীপ ধনখড়-নরেন্দ্র মোদী

সম্প্রতি সরকারি কাজে গতি আনতে বেসরকারি ক্ষেত্রের অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ কর্মীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। রাজ্যপাল জগদীপ ধনখড় সে বিষয়ে প্রশ্ন তুলে বিস্তারিত জানতে চান। শুক্রবারে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ হওয়ায় সেখানেই মুখ্যমন্ত্রী বলেন ‘‘বেসরকারি সংস্থা থেকে আধিকারিক নিয়োগ নিয়ে রাজ্যপাল প্রশ্ন করেছেন, কাগজ পত্র দেখতে চেয়েছেন। কিন্তু উনি জানেন না কেন্দ্রের পরামর্শ মেনেই নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।“

এদিনের ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর কাছে মেডিক্যাল কলেজগুলিতে সিট বাড়ানোর আবেদনও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যে আরও আইএএস ও আইপিএস আধিকারিক নিয়োগের দাবিও জানান তিনি।

আরও পড়ুনঃ শর্তসাপেক্ষে গঙ্গা সাগর মেলায় অনুমতি কলকাতা হাইকোর্টের

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্টভাবেই বলেন, ‘‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কেন্দ্রের পরামর্শ আমরা নব্বই শতাংশ মেনে চলার চেষ্টা করি।“ সভায় রাজ্যপালের প্রসঙ্গ টানায় মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ মোদীর কনভয় আটকে যাওয়ার তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দিল পাঞ্জাব সরকার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here