বায়ার্ন মিউনিখে পাড়ি দিচ্ছেন বাংলার ছেলে শুভ পাল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

0
74

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বায়ার্ন মিউনিখে পাড়ি দিতে চলেছে বাংলার ছেলে শুভ পাল। ৬৪টি দেশজুড়ে ‘অনূর্ধ্ব-১৯ ওয়ার্ল্ড স্কোয়াড’ গড়ার লক্ষ্যে মোট ৬৫৪ জন তরুণ ফুটবলারকে বেছে নিয়েছিল বায়ার্ন মিউনিখ। এর মধ্যে চূড়ান্ত স্কোয়াডে বেছে নেওয়া হয়েছে মাত্র ১৫ জনকে। সেই তালিকায় জায়গা করে নিলেন সালকিয়ার শুভ পাল।

subho paul | newsfront.co
শুভ পাল। সৌজন্যেঃ আজ তক

শুভর এই সাফল্যের প্রশংসায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, “শুভ পালকে আমার আন্তরিক শুভেচ্ছা। জার্মানিতে বায়ার্ন মিউনিখ দলের হয়ে ওয়ার্ল্ড স্কোয়াডে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে শুভ। মাত্র ১৭ বছর বয়সেই সে গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে যে ফুটবল বলতে একমাত্র বাংলাকেই বোঝায়। মাঠের বাইরেও ফুটবল বাঙালির কাছে একটা আবেগ। যা গোটা দেশের কাছে এক গর্বের মুহূর্ত।” শুভকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে হাজির হয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

এই সিলেকশন প্রসঙ্গে শুভ জানান, “২০১৭ সালে সুদেভা এফসি ক্লাবে যোগ দিই। ক্লাবের হয়ে আই লিগও খেলেছি। অনূর্ধ্ব-১৫, ১৬ এবং ১৭ দলেও খেলেছি আমি। এরপর বায়ার্ন মিউনিখ সুদেভার কাছে আমার খেলার ভিডিও চায়। অনুজ স্যার আমার ভিডিও ওদের কাছে পাঠিয়েছিল। সেই ভিডিও থেকেই আমাকে বেছে নেয় বায়ার্ন মিউনিখ।”

আরও পড়ুনঃ এবারেও হজে নিষেধাজ্ঞা ভারতীয়দের জন্য

জুন মাসের শেষেই ইউরোপের উদ্দেশ্যে রওনা দেবেন হাওড়ার সালকিয়ার শুভ পাল। সেখানে ওয়ার্ল্ড স্কোয়াডের সদস্যরা খেলবেন তিনটি প্রস্তুতি ম্যাচ। অগস্ট থেকে শুরু হবে মূল পর্বের কোচিং। কোচিংয়ের দায়িত্বে রয়েছেন ক্রিস্টোফার লোচ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here