শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বারবার নবান্নে করোনা সংক্রমণের জেরে চিন্তা বেড়েছে রাজ্য প্রশাসনের। নবান্নে বিভিন্ন লোকের আনাগোনা হওয়ায় একদিকে যেমন সংক্রমণের সম্ভাবনা বাড়ছে, অন্যদিকে বিশাল ওই ভবনটিকে বার বার স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখতে গিয়ে কাজকর্মও ব্যহত হচ্ছে।
তাই মুখ্যমন্ত্রী-সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নবান্ন লাগোয়া নতুন অ্যানেক্স বিল্ডিং ‘উপান্ন’ ভবনে তাদের দফতর স্থানান্তরকরণের সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন, এমনটাই নবান্ন সূত্রের খবর।
প্রসঙ্গত, কিছুদিন আগে ২২ জুলাই মুখ্যমন্ত্রীর নবান্ন লাগোয়া ওই অ্যানেক্স ভবনের উদ্বোধন করেন। নবান্নের চাপ কমাতে সেখাব থেকে বেশ কয়েকটি দফতর ওই ভবনের সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সেখানে একটি অতিথিশালা করার প্রাথমিক পরিকল্পনার কথা তখনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রূকুটি
কিন্তু বর্তমান পরিস্থিতিতে নবান্নে একাধিক কর্মী ও আধিকারিকের করোনা সংক্রমণ হচ্ছে। করোনা সংক্রমণ নবান্নের মূল প্রবেশদ্বার থেকে ১৪তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। একের পর এক অফিসার, হাউসকিপিং স্টাফ এবং গাড়ির চালক করোনায় আক্রান্ত হচ্ছেন।
আরও পড়ুনঃ প্রতি কেজি আলু বিক্রি করতে হবে ২৫ টাকা দরে, নির্দেশ নবান্ন’র
সেই কারণে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল প্রশাসন। দৈনন্দিন প্রশাসনিক কাজ যাতে ব্যাহত না হয়, তার জন্য ‘উপান্ন’-তে দফতর সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বরের গোড়ায় উপান্ন থেকে কাজ শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি উইংয়ের আধিকারিকরা উপান্ন পরিদর্শন করেছেন।
সূত্রের খবর, ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আধিকারিকদের যে টিম এই বিপর্যয় পর্বে নিরন্তর কাজ করে চলেছেন, করোনা আবহে তাঁরা ছাড়া আরও কারও প্রবেশাধিকার থাকবে না এই ভবনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584