কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:
রবিবার কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ -এর উদ্বোধন করলেন। উদ্বোধনী ম্যাচে কলকাতা মহামেডান স্পোটিং ক্লাব ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ৪-১ গোলে পরাজিত করে।
রবিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ছোটো অনুষ্ঠানের মাধ্যমে ১৩০তম ডুরান্ড কাপের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এবারে প্রতিযোগিতা ষোলটি দলকে চারটি গ্রুপে ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে চারটি কল রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের ও আইএসএল লীগের কেরালা ব্লাস্টার, জামশেদপুর এফসি ব্যাঙ্গালুরু ও গোয়া এফসি মত হেভিওয়েট দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। গত কয়েক বছর বন্ধের পর এই বছর শুরু হয় ভারতের সব চেয়ে পুরানো ফুটবল প্রতিযোগিতা।ফাইনাল খেলা হবে ৩রা অক্টোবরে।
রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মোহামেডান স্পোর্টিং প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে । বরং বার মহামেডানের আক্রমণে ভেঙে পড়ে এয়ারফোর্সে রক্ষণভাগ ১০মিনিটের মাথায় মিলন ও ৩১ মিনিটে অরিজিত এবং বিরতির কিছুক্ষণ আগে আজহারউদ্দিন মল্লিক মহামেডানের হয়ে তৃতীয় গোলটি করেন। বিরতির সময় মহামেডান ৩-০ গোলে এগিয়ে যায়।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, রয়েছেন আইসোলেশনে
দ্বিতীয়ার্ধে মহামেডান আরো আক্রমনাত্ম ফুটবল খেললেও একটিমাত্র গোল আসে ৭৭ মিনিটে। মার্কোস মহামেডান হয়ে চতুর্থ গোলটি করেন। ইন্ডিয়ান এয়ার ফোর্স একমাত্র গোল সৌরভের। প্রথম থেকে আধিপত্য নিয়ে এবং ক্রমাগত আক্রমণ ও নিজেদের দখলে বল পসিশন রেখে খেলা শেষ করে মহামেডান। ম্যাচের সেরা মোহামেডানের নিকোলা।
গত এক বছর ধরে বন্ধ থাকার পর এইবার নতুন করে এ টুর্নামেন্টের আয়োজন করা হয় দুটো গ্রুপে আটটি দল নিয়ে প্রতিযোগিতা শুরু করা হয়েছে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্রীড়া মন্ত্রী অরূপ রায় উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584