ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

0
87

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রাম পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রায় দেড় বছর পর ঝাড়গ্রামে এলেন তিনি।

Mamata Banerjee | newsfront.co
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ৷ নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য স্টেডিয়ামে ১৮০০ বর্গমিটারের হ্যাঙার প্যাণ্ডেল করা হয়েছে।

CM Mamata | newsfront.co
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী যেখানে বসবেন, সেই মঞ্চ তিন ফুট উঁচুতে করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে রাজ্যের কয়েকজন সচিব ও জেলার পুলিশ-প্রশাসনের আধিকারিকরা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুনঃ আজ থেকে শুরু হচ্ছে টানা তিনদিনের ট্রাক ধর্মঘট

CM Mamata | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও ঝাড়গ্রাম জেলার তিন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের দুই মেন্টর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পুরসভার দু’জন প্রশাসনিক সদস্য সহ মোট ৫৭ জন উপস্থিত রয়েছেন।

আরও পড়ুনঃ নারদ তদন্তের চার্জশিট প্রকাশে মিলছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি, হতাশ সিবিআই

সভাস্থলে প্রতিটি চেয়ারের দূরত্ব রাখা হয়েছে ছ’ফুট। পাশাপাশি ঝাড়গ্রামের জেলাশাসকের সভাঘরে একটি ভার্চুয়াল সভারও আয়োজন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here