কেন্দ্রের প্রস্তাবিত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে সরব মমতা

0
59

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

ঘরেতে বেশি ইলেকট্রনিক জিনিস নেই। তা স্বত্ত্বেও প্রতিমাসে মোটা অঙ্কের ইলেকট্রিক বিল আসছে। এ রাজ্যে এমন বাড়ির সংখ্যাটাই বেশি। এবার দেশের বিদ্যুৎ আইনে বদল আনতে চলেছে কেন্দ্র। আর তার বিরুদ্ধেই সরব হয়েছেন তার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া বিদ্যুৎ বিলকে ‘জনস্বার্থ ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী’ বলে মনে করেন তিনি। তাঁর অভিযোগ, প্রস্তাবিত বিলের বিষয়ে রাজ্যগুলির সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্র। তাই এই বিল প্রত্যাহারের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীকে চিঠিতে মুখ্যমন্ত্রী খসড়া বিদ্যুৎ বিলকে কৃষক ও অসংগঠিত ক্ষেত্রের স্বার্থ বিরোধী বলে উল্লেখ করেছেন। এছাড়াও নতুন শুল্ক ব্যবস্থা মফস্বল ও গ্রামীণ এলাকার বাসিন্দাদের সমস্যায় ফেলতে পারে বলে জানিয়েছেন তিনি।’

আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় সংক্রমণে আবার নতুন রেকর্ড, মোট মৃত্যু ছাড়াল ৯ হাজারের গন্ডি

প্রস্তাবিত বিল অনুসারে, উপভোক্তাকে প্রথমে বিদ্যুতের বিল মেটাতে হবে। এরপর রান্নার গ্যাসের মতো পরিষেবায় মেলা ভর্তুকি বাদ দেওয়া হবে। বিদ্যুৎ সংযোগ, সরবরাহ ও ক্রয় সংক্রান্ত বিষয়ে বিরোধের মীমাংসা করতে গঠন করবে কেন্দ্রীয় বিদ্যুৎ চুক্তি প্রয়োগকারী কর্তৃপক্ষ বা ইসিইএ। মোদীর দেওয়া চিঠিতে এর প্রতিবাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই চিঠির প্রত্যুত্তরে নরেন্দ্র মোদীকে আবারও একটি চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘প্রথমেই বিরাট অঙ্কের টাকা সাধারণ মানুষের পক্ষে দেওয়া অসুবিধাজনক। এতে বিদ্যুৎ বিল খেলাপির সংখ্যা বাড়বে। সাধারণের বাড়িতে বিদ্যুৎ সংযোগ রাখাই অসুবিধাজনক হয়ে পড়বে।‘ তিনি আরও জানান যে, এই নতুন প্রস্তাবিত বিলের কারণে আর্থিক চাপ বাড়বে, যা এইমুহূর্তে পশ্চিমবঙ্গের পক্ষে বহন করা সম্ভব হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here