শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ভিন রাজ্য থেকে এ রাজ্যের বাসিন্দা সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফেরার টাকা সম্পূর্ণ বহন করছে রাজ্য সরকার। কিন্তু রেল এমন অসুরক্ষিত ভাবে তাদের নিয়ে আসছে, তাতে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে। ইচ্ছাকৃত ভাবে শ্রমিক স্পেশাল ট্রেনে ৪৮-৭২ ঘন্টা গাদাগাদি করে পাঠানোর জন্য কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য ২৩৫ টি ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। সমস্ত পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দিচ্ছে রাজ্য সরকারই। তাহলে ট্রেনের আসনে চার পাঁচজন করে গাদাগাদি করে নিয়ে আসা হচ্ছে কেন? এতে তো যিনি করোনা আক্রান্ত থাকবেন না, তিনিও করোনা আক্রান্ত হয়ে যাবেন। আসলে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর নামে করোনা এক্সপ্রেস তৈরি করতে চাইছে কেন্দ্র। তারপর করোনা সংক্রমণ বেড়ে গেলে রাজ্যের নামে দোষ চাপাবে।
আরও পড়ুনঃ ১ জুন থেকে খুলছে সব ধর্মীয় স্থান, ৮ জুন চালু হচ্ছে অফিসও
তিনি অভিযোগ করেন, শ্রমিক স্পেশাল কেন বেশি করে চালানো হচ্ছে না, কেন বগি বাড়ানো হচ্ছে না? যখন বড় কোনও তীর্থযাত্রা হয়, তখন যেমন অতিরিক্ত ট্রেন চালানো হয়। এখন কেন অতিরিক্ত ট্রেন চলবে না? আপনারা ক্ষমতার থেকে দ্বিগুণ সংখ্যক যাত্রী ট্রেনে তুলে দিচ্ছেন। সেখান থেকে যাঁরা আসছেন, তাঁদের কোনও পরীক্ষা হয়নি। অনেকেই গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্য হটস্পট থেকে আসছেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের দোষ দিচ্ছি না, কিন্তু তারা যে যে রাজ্যে ছিলেন সেখানে তাদের চিকিৎসা করেনি কেন? এখন না জেনেই বাইরে থেকে অনেকে করোনা নিয়ে এসেছেন। জেলায় এখন আমরা স্কুলগুলিকে কোয়ারেন্টাইন সেন্টার করছি। স্কুলগুলি পরে স্যানিটাইজ করতে হবে। বাইরে থেকে যাঁরা আসছেন, আমরা গ্রামে গ্রামে স্কুলগুলিতে কোয়ারেন্টাইনের জন্য রাখা হবে। সেখানে ৭ দিন থাকার পর টেস্ট করা হবে। নেগেটিভ হলে তখনই বাড়ি ফিরতে পারবেন, পজিটিভ হলে স্থানীয় মহকুমার কোভিড হাসপাতালে যেতে হবে। আমাদের সরকার সমস্ত পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের পাশে রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584