ভিড় কমাতে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের সংখ্যা ও সময়সীমা বাড়ানোর ভাবনা মুখ্যমন্ত্রীর

0
76

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ের ‘দুয়ারে সরকার’ প্রকল্পেও মিলছে ব্যাপক সাড়া। প্রতিদিন জেলার শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়ের ছবি নজরে আসছে। করোনা বিধির তোয়াক্কা না করেই মানুষ ঠাসাঠাসি ভিড় করছেন শিবিরগুলির বাইরে। এই পরিস্থিতিতে ‘দুয়ারে সরকারে’ র সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ানো হতে পারে ক্যাম্পের সংখ্যাও। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবারের ‘দুয়ারে সরকার’ – এর তারকা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে তফশিলি ও আদিবাসী মহিলাদের মাসে ১০০০ টাকা এবং জেনারেল বা সাধারণ মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন। বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পরই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ শুরু করেছিল তৃণমূল সরকার। চলতি মাসের ১৬ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির। প্রকল্পের সুবিধা পেতে ভোর রাত থেকেই ক্যাম্পগুলিতে জড়ো হচ্ছেন মানুষ। সে কারণে সমস্যা এড়াতে এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ মাদার ডেয়ারি হতে চলেছে বাংলা ডেয়ারি, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, শুধু লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই মাত্র ৩ দিনে ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। বাংলার মানুষদের উদ্দেশ্যে তিনি এদিন বলেন, “হুড়োহুড়ি করার কোনও প্রয়োজন নেই। এখনও অনেক দিন বাকি রয়েছে। তাই ধীরে সুস্থে আবেদন করুন সকলে। প্রত্যেকে প্রকল্পের সুবিধা পাবেন।”

আরও পড়ুনঃ আসন্ন কৌশিকী অমাবস্যায় টানা ছয় দিন বন্ধ থাকবে তারাপীঠ মন্দির

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজনে সময় বাড়ানো হবে দুয়ারে সরকার ক্যাম্পের। বাড়ানো হতে পারে শিবিরের সংখ্যাও। কোনওভাবে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্যও এদিন আরো একবার রাজ্যবাসীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here