নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে সাংবাদিক বৈঠকে এই প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন গোটা ঘটনায় সরকারের কোনও হাত নেই, তবে এত বড় ঘটনায় যেই জড়িত থাকুক রেয়াত করা হবে না তাকে।
শুধু দেবাঞ্জনই নয়, তাঁর সহযোগীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থাই নেবে সরকার, এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে রীতিমত রাগত স্বরে মুখ্যমন্ত্রী বলে ওঠেন, “বারে বারে নাম করে এদের বিখ্যাত করার কোন দরকার নেই, শুধু প্রতারক বলুন।”
আরও পড়ুনঃ রাজ্যে বিধিনিষেধ বাড়ল ১৫ জুলাই পর্যন্ত, বাস পরিষেবা চালুর ঘোষণা মমতার
মুখ্যমন্ত্রী আরো বলেন মানুষের জীবন নিয়ে যাঁরা খেলেন তাঁরা সন্ত্রাসবাদীদের থেকেও ভয়ংকর। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন, গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল(SIT)। স্বাস্থ্য দপ্তরও বিশেষ দল গঠন করে নজর রাখছে ভিকটিমদের স্বাস্থ্যের প্রতি এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584