মোহনা বিশ্বাস, কলকাতাঃ
পেগাসাস কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। জাতীয় স্তরের রাজনীতির উত্তেজনা চরমে। এবার ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে পেগাসাস কাণ্ড নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইজরায়েলী সংস্থার এই স্পাইওয়্যারের মাধ্যমে দেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর উপরও নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো।
নিজের ফোন তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন, কীভাবে তিনি নিজের ফোনের ক্যামেরা ঢেকে দিয়েছেন কেউ আড়ি পাতবে এই ভয়ে। তাঁর বিস্ফোরক দাবি, এই ভয়ে তিনি কোনও বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন না।
বুধবারে শহিদ দিবসের ভাষণে শুরু থেকেই পেগাসাস বিতর্ক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী নেতা থেকে শুরু করে শিল্পপতি, সাংবাদিকদের ফোন হ্যাক করার অভিযোগ উঠেছে ইজরায়েলী স্পাইওয়্যার পেগাসাসের বিরুদ্ধে। অভিযোগের আঙুল উঠছে কেন্দ্র তথা শাসক দল বিজেপির বিরুদ্ধেও। ঘটনায় তোলপাড় গোটা দেশ।
আরও পড়ুনঃ কৃষি আইন বিরোধী আন্দোলনে কোনো মৃত্যুর তথ্য নেই, নেই ক্ষতিপূরণের প্রশ্নওঃ কৃষিমন্ত্রী তোমর
এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, “মনে রাখবেন পেগাসাসের নাম করে আমার-আপনার সবার ফোন ট্যাপ করে রাখা হয়েছে। আপনি বাড়িতে কখন ঘুমাচ্ছেন সেটাও ফোনে দেখা যাবে। আপনি কী খাচ্ছেন, সেটাও দেখা যাবে। আপনার ব্রেনটাও স্ক্যান করে নিচ্ছে। দেশের গণতন্ত্র কিন্তু বিপজ্জনক অবস্থায়। জানি না ২০২৪ সালে কী হবে। তবে আমাদের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে।”
এরপরই নিজের মোবাইলফোন তুলে তিনি বলেন, ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজের মোবাইল ফোনের ক্যামেরা সেলোটেপ দিয়ে বন্ধ করে দিয়েছেন তিনি। ‘শহিদ দিবসে’র মঞ্চে সেলোটেপ আঁটা নিজের ফোনটিও দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “ভাবুন, আমি যদি অভিষেককে ফোন করে থাকি, আমার ফোন আর অভিষেকের ফোন ট্যাপ হয়েছে। আমাদের কথাবার্তা সব আড়ি পেতে শুনেছে।”
এরপরই অভিযোগ করেন, তাঁদের দলীয় বৈঠকের কথাবার্তাও সব রেকর্ড হয়ে গিয়েছে এই পেগাসাসের মাধ্যমে। এরপরই সুপ্রিম কোর্টের কাছে পেগাসাস নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করার আরজি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “সুপ্রিম কোর্টের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই নজরদারি থেকে দেশকে বাঁচান। সুয়ো মোটো কেস করুন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584