“কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করিয়ে লাভ কী হল?” প্রশ্ন মমতার

0
95

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আলিপুরদুয়ারের কালচিনিতে প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‌আপনারা জানেন, আজ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে। সকাল থেকে বিএসএফ-সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুন্ডামির খবর পাচ্ছি। বলছে, বিজেপিকে ভোট দাও।

mamata banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্ৰ

আরামবাগে আমাদের দলের প্রার্থী সুজাতা খাঁয়ের নিরাপত্তারক্ষীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। খানাকুলে আমাদের দলের প্রার্থী নাজিমুলকে মারধর করা হয়েছে। এখনও পর্যন্ত আমি ১০০টি অভিযোগ করেছি।’‌কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তো ভোট করানো হচ্ছে। কিন্তু এরমধ্যেই তো ৭ থেকে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজনই তৃণমূল কংগ্রেসের কর্মী।

আরও পড়ুনঃ উলুবেড়িয়া হাসপাতাল চত্বরে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে চড়, অভিযোগের তীর তৃণমূলের দিকে

তাহলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করিয়ে লাভ কী হল! পঞ্চায়েত ভোটের সময় তো এত লোক মারা যাননি।’তৃণমূল নেত্রী অভিযোগের সুরেই বলেন, কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসেছিলেন। নাড্ডা এসে দেখেছে, এখানে লোক হচ্ছে না। তাই এখন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিজেপির গুন্ডাদের কাজে লাগিয়ে বুথ দখল করতে চাইছে।’

কালচিনিতে উপস্থিত দলীয় সমর্থকদের তৃণমূল নেত্রী সতর্ক করে দেন, তাঁরাও যাতে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে সজাগ থাকেন।পাশাপাশি অসম থেকে লোক ঢুকিয়ে যাতে এখানে ভোট করাতে না পারে, সে বিষয়েও সতর্কবার্তা দেন তৃণমূল নেত্রী।আলিপুরদুয়ারের সমস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘‌আমাদের প্রার্থীকে জেতান, আপনার বাড়ির দরজায় রেশন পৌঁছে দেব।

আরও পড়ুনঃ রাজ্যে বিধানসভা নির্বাচনে সাতটি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল মিম

১০ লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। যাঁরা এখনও স্বাস্থ্যসাথীর কার্ড করেননি, করিয়ে নিন।আগামী দিনে এই এলাকায় আরও উন্নয়ন হবে। পাহাড়ে শান্তি ফিরে এসেছে। তরাই, ডুয়ার্সেও শান্তি ফিরে এসেছে। এক এক করে আমাদের সব প্রার্থীকে জেতান। তাহলে আমরা সরকার গড়তে পারব। উন্নয়ন হবে রাজ্যের।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here