চারদিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছালেন মুখ্যমন্ত্রী

0
96

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

চারদিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ২ টা ১০ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। এরপর তিনি সড়ক পথ দিয়ে সোজা চলে যান উত্তর কন্যাতে।

mamta | newsfront.co
উত্তর কন্যার পথে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিজস্ব চিত্র

জানা গিয়েছে, উত্তরবঙ্গের পাঁচটি জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ জলপাইগুড়ি,আলিপুরদুয়ার জেলাকে নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পিএম কেয়ারে আরবিআই এলআইসি-সহ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের দান ২০৫ কোটি

এরপর বুধবার দার্জিলিং,কালিম্পং, কোচবিহার জেলাকে নিয়ে বৈঠক করবেন। প্রশাসনিক বৈঠকে প্রত্যেক জেলার বেশকিছু আধিকারিক সরাসরি উত্তরকন্যাতে যোগ দেবেন এবং বাকি আধিকারিকরা জেলা সদর দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন। প্রায় আট মাস পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এলেন।

চলতি বছর ২১শে জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এসেছিলেন। ২৩ শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দার্জিলিংয়ের ম্যালে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্চ মাসের মাঝামাঝি এসেছিলেন মালদহে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here