শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বড়দিনের সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে শুক্রবার বিকেলে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তার কিছুক্ষণ পরেই এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন খোদ মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী যে অর্ধসত্য কথা বলে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এদিন নিজের বক্তব্যে স্পষ্ট ভাবে তুলে ধরেন তিনি।
বড়দিনের সকালে কৃষক ইস্যুতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গে রাজনৈতিক কারণে কৃষকরা প্রধানমন্ত্রী কিষান যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ দিল্লি এসে সেই সরকারই কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছে।’
Our farmer brothers & sisters have been on streets protesting against new farm laws. Instead of addressing them, PM today chose to mislead the people with half-truth & distorted facts. BJP-led Centre is not cooperating & only indulging in propaganda for petty political gains. pic.twitter.com/gtngklCruy
— Mamata Banerjee (@MamataOfficial) December 25, 2020
মুখ্যমন্ত্রীর অভিযোগ, তিনি নয়, এই নিয়ে রাজনীতি করছেন খোদ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অধর্সত্য বলে কৃষকদের বিভ্রান্ত করতে চাইছেন। কেন্দ্র পরিকল্পনামাফিক ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “লক্ষ লক্ষ কৃষক কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে। আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। কেন্দ্রের এই সিদ্ধান্তে কোনও কৃষকই খুশি নন।”
আরও পড়ুনঃ অর্ডিন্যান্স জারি করা বিল ফেরত রাজ্যপালের, রাজভবন-নবান্ন সংঘাত অব্যাহত
চিঠিতে তিনি আরও বলেছেন, কৃষকদের ফসল সম্পূর্ণ বেসরকারিকরণের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা সব সময় কৃষকদের স্বার্থে সহযোগিতা করে এসেছি।আমি নিজে কিছুদিন আগে পরপর দুটি চিঠি এই সংক্রান্ত বিষয়ে লিখেছিলাম।
আরও পড়ুনঃ পিএম কেয়ার ফান্ড থেকে মোদী-অমিত টাকা চুরি করছেনঃ সেলিম
পশ্চিমবঙ্গের জন্য মোদি সরকার কিছুই করেনি। আমাদের জিএসটি বাবদ ৮৫ হাজার কোটি টাকা প্রাপ্য পড়ে রয়েছে, সেখানে দেওয়া হয়েছে মাত্র ৮ হাজার কোটি টাকা। এটা স্পষ্ট যে কেন্দ্র বৃহত্তর রাজনৈতিক স্বার্থে কাজ করছে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থের জন্য কোন কাজ করছে না।
আর আমার আদর্শ এবং দায়িত্ববোধ নিয়ে যখন প্রশ্ন তুলেছেন তার উত্তরে বলব, পশ্চিমবঙ্গের মানুষ জানেন আমি পশ্চিমবঙ্গের জন্য কি করেছি এবং আমি সম্পূর্ণ নিশ্চিত আপনারা যে ধরনের কুরুচিপূর্ণ অভিযোগ আমার বিরুদ্ধে তুলেছেন পশ্চিমবঙ্গের মানুষ তার যোগ্য জবাব দেবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584