নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেওয়ার পর তিনি বলেন, ‘বাংলায় যেন কোনো অশান্তি না হয় সেদিকটা দেখা হবে। অশান্তি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে’।
এরপরই রাজ্য পুলিশের ডিজি পদে বীরেন্দ্র ও এডিজি আইনশৃঙ্খলা পদে জাভেদ শামিমকে ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী। ভোটের দিন ঘোষণার পরই বীরেন্দ্র ও জাভেদকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে খুশি ছিল না তৃনমূল।
আরও পড়ুনঃ পার্টির সম্পর্কে সংবাদ চ্যানেলে বসে মন্তব্যের জের, তন্ময় ভট্টাচার্যকে শোকজ সিপিএমের
এর আগে তিনি এও বলেছিলেন যে, ক্ষমতায় আসলে ফিরিয়ে আনবেন পুরোনো পুলিশ কর্তাদের। পরে আরও রদবদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ করছি ভুয়ো খবর ছড়াবেন না। বাংলা ঐক্যর জায়গা, শান্তি বজায় রাখুন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584