শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিজেপির দল ভাঙানোর রাজনীতির বিরুদ্ধে এবার বাঙালির দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধকে হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বসে এভাবেই বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রক্ত দিয়ে লড়াই করব, কিন্তু জাতীয় সংগীতের অবমাননা করতে দেব না।’ পাশাপাশি, কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব আইন চালু না করা নিয়ে তাঁর দাবি, বিজেপি একটা ‘চিটিংবাজ পার্টি’। একই সঙ্গে অমিত শাহের রবিবারের একাধিক পরিসংখ্যানকে ‘মিথ্যা’ বলেও দাবি করলেন তিনি।
সোমবার সাংবাদিক বৈঠক করে দুয়ারে দুয়ারে সরকার সরকারি প্রকল্পের সময়সীমা ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান মমতা।
আরও পড়ুনঃ আন্দোলনের সমর্থনে নোট লিখে দিল্লি সীমানায় আত্মহত্যার চেষ্টা কৃষকের
এরপরই অমিত শাহের গতকালের দাবিগুলিকে কার্যত নস্যাৎ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আগামিকাল বেছে বেছে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণের জবাব দেবেন। এটা জানিয়ে রেখেই এদিন সামান্য কটাক্ষের পথে হাঁটেন মমতা। বলেন, ‘রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজিকে গোটা বিশ্ব সেলাম করে। কারণ তাঁদের মধ্যে একটা আন্তর্জাতিক চেতনা আছে। সেই আন্তর্জাতিক চেতনা বিশ্বে বাংলার ভোরের স্বপ্ন দেখায়।
আরও পড়ুনঃ রাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের মধ্যেই আইপিএস ডেপুটেশন নিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেতা শির, এই কথাগুলো রবীন্দ্রনাথ লিখতে পারেন। আগে ওদের এগুলো নিয়ে পড়শোনা করতে বলুন। রবীন্দ্রনাথকে নিয়ে কোনও অবমাননা মানব না, এটা দেশমাতৃকাকে সমর্পণ করে। আর জনগণমন নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের বলে দেই, রক্ত দেওয়ার জন্য তৈরি থাকব। কিন্তু, জাতীয় সংগীতকে অপমান করতে আমরা দেব না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584