বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

0
61

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ। পরিস্থিতি খতিয়ে দেখতে ২৫ অক্টোবর, সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার নিয়ে বৈঠক করবেন উত্তরকন্যায়। পরদিন অর্থাৎ ২৬ তারিখ মুখ্যমন্ত্রী যাবেন কার্শিয়াং। সেখানে একদফা প্রশাসনিক বৈঠক সেরে সেদিনই কলকাতায় ফিরতে পারেন মুখ্যমন্ত্রী। কারণ ৩০ অক্টোবর উপনির্বাচনে আগে শেষবেলায় দলের হয়ে প্রচারে থাকতে পারেন তিনি।

Bengal CM Mamata Banerjee
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গের বহু জেলা। বিভিন্ন রাস্তা বন্ধ থাকায় বড় গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধসের ফলে রাস্তা জুড়ে পড়ে রয়েছে পাথর, তার মধ্যে দিয়েই কোনও রকমে গাড়িগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বহু জায়গায় আটকে রয়েছেনপর্যটকরা। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী সরেজমিনে এই পরিস্থিতি খতিয়ে দেখতেই উত্তরবঙ্গ সফরের সিদ্ধান্ত নিলেন।

আরও পড়ুনঃ এ বছরের জুলাই মাস থেকে ৩% ডিএ ঘোষণা কেন্দ্রের, পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মী ও পেনশনভোগীরা

অন্যদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে টুইট করে সামগ্রিক পরিস্থিতি ও রাস্তার অবস্থার আপডেট দেওয়া হচ্ছে তবে পর্যটকদের এই মুহূর্তে দার্জিলিং ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here