ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর হেলিকপ্টারের বদলে ট্রেনে

0
95

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

নবান্ন থেকে আগেভাগেই ঠিক করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার উত্তরবঙ্গ সফরে যাবেন পাঁচ জেলার সাথে প্রশাসনিক বৈঠক সারতে। সফরে যাবেন হেলিকপ্টার চেপে এমনটাই নির্ধারণ করা হয়েছিল নবান্ন সূত্রে। কিন্তু গত শনিবার থেকে থাইল্যান্ডে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে নিম্নচাপ আছড়ে পড়েছে পশ্চিম বাংলায়। ঝড় সেভাবে না হলেই আকাশ আছে মেঘলা এবং মাঝে মাঝে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাই বাধ্য হয়ে নবান্ন থেকে সফরে রদবদল করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টারের বদলে ট্রেনে চেপে সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই নবান্ন সূত্রের খবর।

Mamata Banerjee
মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্নের রিপোর্ট অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে সফর বাতিলের জন্য মূখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনি তাতে রাজি হননি। তাই বাধ্য হয়ে উত্তরবঙ্গ রেল দফতরের সাথে যোগাযোগ করে সোমবার দুপুরে সফরের সময় নির্বাচন করেন। সোমবার দুপুরে শতাব্দী এক্সপ্রেসে চেপে সফর করবেন তিনি। সন্ধ্যা নাগাদ তিনি মালদহে পৌঁছাবেন। সেখানে রাত কাটিয়ে সকালে কনভয় করে যাবেন উত্তর দিনাজপুর কনভয়ে । সেখানে তিনি দুই দিনাজপুর জেলার সাথে বৈঠক সেরে সন্ধ্যা নাগাদ মালদহ ফিরে আসবেন। তারপরের দিন বুধবার সকালে মালদহের সাথে প্রশাসনিক বৈঠক সেরে সড়ক পথে রওনা হবেন মুর্শিদাবাদ। দুপুরের পরেই মুর্শিদাবাদ পৌঁছে যাবেন তিনি। সেখানে বিকেল বেলায় প্রশাসনিক বৈঠক সারবেন তিনি।

আরও পড়ুনঃ কংগ্রেসে ভাঙন অব্যাহত! মেঘালয়ের পর এবার দলত্যাগ মিজোরামের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে পৌঁছাবেন নদীয়া জেলা। সেখানে সারাদিনের মধ্যে প্রসাশনিক বৈঠক সেরে সন্ধ্যা নাগাদ কলকাতার পথে রওনা দেবেন তিনি। বিশেষ ভাবে উল্লেখ্য, এটাই ট্রেনে প্রথম সফর নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগেও ২০০৯-২০১১ সালে যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তখন তিনি যাবতীয় প্রশাসনিক সফর ট্রেনেই করতেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here