করোনাজয়ী দিলীপ ঘোষকে খাওয়াদাওয়া করে বাড়িতে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

0
95

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজনীতির ময়দানে তাঁদের দু’জনের চরম বিরোধিতা স্বীকৃত, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়াতেও নারাজ। সেই রাজনৈতিক বিরোধিতার উর্ধে উঠে উৎসবের দিনে বিরল সৌজন্যের নজির তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য করোনা থেকে সেরে ওঠা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন প্রয়োজনীয় পরামর্শও।

Mamata Dilip | newsfront.co
কোলাজ চিত্র

মঙ্গলবার করোনা মুক্ত দিলীপ ঘোষ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তার আগেই মেদিনীপুরের সাংসদকে ফোনে করে তাঁর শরীরের খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

দ্রুত আরোগ্য কামনা করেন তাঁর, পরম আত্মীয়ের মত সুস্থ থাকার পরামর্শও দেন রাজ্যের শাসক প্রধান। একই সাথে বাইরে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নিতে পরামর্শ দেন, খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি। তৃণমূল নেত্রীর পরামর্শে সম্মতিও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুনঃ রায়ে বদল হল সামান্য, দর্শকশূণ্য পুজো মন্ডপের নির্দেশ বহাল কলকাতা হাইকোর্টের

প্রবল জ্বর ও করোনা রিপোর্ট পজিটিভ আসায় ১৬ অক্টোবর সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দিলীপ ঘোষ। তবে চারদিনে অনেকটাই সুস্থ হয়ে ওঠায় চিকিৎসকরা তাঁকে হোম আইসোলেশনে থাকার অনুমতি দিয়েছেন। কোভিড প্রটোকল মেনে মঙ্গলবার বাড়ি ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন দিলীপ।

আরও পড়ুনঃ রাজ্যে সরকারি করোনা হাসপাতালে বাড়ল ২ হাজারের বেশি বেড

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে তিনি শারীরিকভাবে একেবারে সুস্থ, সব শারীরিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক, শুধু বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিলে আরও দ্রুত শরীরের উন্নতি হবে।

রাজ্যে দুর্গোৎসবের কথা মাথায় রেখে সকলের উদ্দেশ্যে রাজ্য বিজেপির সভাপতি, সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন। যদিও কিছুদিন আগে দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন যে “করোনা চলে গিয়েছে শুধু বাংলায় ঢং করে লকডাউন হচ্ছে।” পরবর্তীতে নিজে করোনা আক্রান্ত হওয়ার পর বললেন এখনও স্বাভাবিক অবস্থা আসেনি। রাজ্যবাসী যেন নিজেরা সুরক্ষিত থাকেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here