দলিতদের কষ্ট বিজেপির বিপর্যয় ডেকে আনবে, টুইট মুখ্যমন্ত্রীর

0
67

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

হাথরাস কাণ্ডের প্রতিবাদে বিজেপি দলকে দলিত বিরোধী প্রমাণ করতে শনিবারই পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়াতেও বিজেপি–কে ‘দলিত বিরোধী’ আখ্যা হাথরাস–কাণ্ডের প্রতিবাদ জানালেন তিনি।

Mamta Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়

সামনে দলিত বন্ধু মুখোশ রাখলেও আদতে বিজেপি যে এই জমানাতেও ভোটব্যাঙ্কের জন্য জাতপাতের রাজনীতিকে প্রশয় দেয়, তা এই টুইটের মাধ্যমে পরিষ্কার বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি। দলিতদের চোখের জল বিজেপির বিপর্যয় ডেকে আনবে বলেও ইঙ্গিত করেছেন তিনি।

আরও পড়ুনঃ গোর্খাল্যান্ড ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক কেন্দ্রের

তিনি এদিনের টুইটে লিখেছেন, ‘বিজেপি–শাসিত রাজ্যগুলিতে দলিতদের ওপর অত্যাচারের কথা আজ সবারই জানা। সে সব আর গোপন নেই। ওই দলের দলিত–বিরোধী নীতি আজকের তারিখে এবং এই যুগে জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দেয়। তাঁদের (দলিত সম্প্রদায়ের মানুষের) কষ্ট বিজেপি এবং এই দলের নেতাদের কখনই শান্তিতে থাকতে দেবে না।’

আরও পড়ুনঃ হাথরাসের গণধর্ষিতার ভিডিও প্রকাশ করে বিপাকে অমিত মালব্য

এরপরই হিন্দিতে দুই লাইনের একটি প্রতিবাদী–ছড়া লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে লিখেছেন, ‘কর রহি হ্যায় জো দলিত কা সর্বনাশ, উন ভাজপা কা হোগা সত্যনাশ’ অর্থাৎ যারা দলিতদের সর্বনাশ করছে একদিন তাদেরও সত্যনাশ হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here