নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
আমপান বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনা জেলা আজ আকাশ পথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিদর্শন শেষে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রশাসনিক আধিকারিকদের বর্তমান পরিস্থিতিতে করনীয় কর্তব্য সম্পর্কে নির্দেশ দেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। এদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করার বিষয়ে জোর দেন।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ঘোষিত অর্থ অগ্রিম না প্যাকেজ, এখনও স্পষ্ট নয়
একই সাথে তিনি প্রশাসনকে নির্দেশ দেন পানীয় জলের ব্যবস্থা করা দিকে যাতে তাঁরা জোর দেয় সেটা যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। যাতে কেউ পানীয় জল না পাওয়ার অভিযোগ না করে তা নিশ্চিত করতে বলেন প্রশাসনকে। যেখানে কল টিউবয়েল ভেঙে গেছে সেখানে যাতে জলের পাউচ দেওয়া তাও তিনি বলেন।
একইসাথে এদিন মুখ্যমন্ত্রী বিদ্যুত পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেন। প্রয়োজনে স্থানীয়দের এই কাজে অংশগ্রহন করানোর উপদেশ দেন। সেই কাজ কে প্রয়োজনে একশোদিনের কাজের মধ্যে অর্ন্তভুক্ত করার নির্দেশ দেন তিনি। একই সাথে তিনি দেখতে বলেন খাদ্যের যাতে অভাব না হয় সেটাও যাতে জেলা প্রশাসন দেখে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584