সারা বাংলায় অমিই পর্যবেক্ষক…বাঁকুড়া থেকে হুঁশিয়ারি মমতার

0
104

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

সংগঠনের রাশ আদৌ নেত্রীর হাতে রয়েছে কিনা তা নিয়ে জোড়া-ফুল শিবিরের অন্দরেই জোর চর্চা শুরু হয়েছে। তারই মাঝে শাসক দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। জানিয়ে দিলেন, “আমি বলছি সারা বাংলায় আমিই পর্যবেক্ষক।“

mamata banerjee | newsfront.co
শুনুকপাহাড়ীর জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কড়া হাতে ফের দলের রাশ ধরছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ার শুনুকপাহাড়ীর জনসভা থেকে সে কথা জানিয়ে দিলেন তিনি। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে দলনেত্রীর বার্তা, “আমি বলছি সারা বাংলায় অমিই পর্যবেক্ষক। নেত্রী নয়, কর্মী হিসেবে।“

cm | newsfront.co

জনসভার মঞ্চ থেকে তাঁর হুঁশিয়ারি, “কে কোথায় কার সঙ্গে যোগাযোগ রাখছেন, সবটাই আমি জানি। সব বুঝেও তাঁদের ছেড়ে রেখেছি।“তবে সব বুঝেও কেনই বা তিনি ছেড়ে রাখছেন? তারও ব্যাখ্যা এদিন জনসভায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, “এত দিন সরকারের কাজে বেশি মন দিয়ে দলকে একটু ঢিলে দিয়েছিলাম।

public meeting | newsfront.co

কিন্তু এবার পুরো দলটাই আমি দেখব। এই বাঁকুড়ার মাটি থেকেই সেই কাজ শুরু করলাম আমি।“ এরপরই দলনেত্রী বলেন, “রাতের অন্ধকারে কেউ কেউ কারুর বাড়ি যাচ্ছে, ফোনে কথা বলছে। এরা ধান্দাবাজ। কর্মীদের বলছি এদের উপর নজর রাখুন।“

সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও দলের পুরনো নেতাদের মনে ক্ষোভ তৈরি হয়েছে বলে খবর সামনে এসেছে। আবার কখনও নতুন-পুরনো তৃণমূল নেতাদের মধ্যে বিভেদ বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ঘাসফুল শিবির ভাঙতে সচেষ্ট বিজেপি।

আরও পড়ুনঃ প্রেম ও জেহাদ পাশাপাশি চলে না- বিজেপিকে আক্রমণ নুসরতের

তৃণমূলে বহু নেতা-মন্ত্রী তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিভিন্ন সময় জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এদিকে সামনেই বিধানসভা নির্বাচন। উপরন্তু লোকসভার নির্বাচনের ফলাফল এখনও ভাবাচ্ছে তৃণমূল শিবিরকে। এমন আবহে ফের দলের রাশ কড়া হাতে ধরতে চলেছেন তৃণমূল নেত্রী।

বাঁকুড়ার সভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, “তৃণমূল করতে হলে ত্যাগী হতে হবে।” এরপরই তাঁর চ্যালেঞ্জ, “কেউ কেউ ভাবছেন বাইচান্স ওঁরা ক্ষমতায় চলে আসতে পারেন, তাই ওঁদের সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছেন। তাঁদের জানিয়ে দিচ্ছি, ওঁরা কোনওদিন বাংলায় ক্ষমতায় আসবে না।“

আরও পড়ুনঃ একাধিক দাবিতে বহরমপুর স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জেলা কংগ্রেসের

এদিন বাম ও বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বলছে হয় ঘরে থাকো-নয় জেলে থাকো। আমি বলছি পারলে আমাকে জেলে ভরো। চ্যালেঞ্জ করছি জেল থেকে আমি তৃণমূলকে জিতিয়ে দিব। একটিতেও বিজেপি, সিপিএম থাকবে না।”

এরপর তৃণমূল থেকে মুখ ফেরানো জনতার উদ্দেশে মমতার আবেদন, “কেউ কেউ খারাপ কাজ করেন। তা বলে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবেন না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here