শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিধানসভা নির্বাচনের আর মাস চারেকও বাকি নেই। তার মধ্যেই জেলা সফর শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হেলিকপ্টার করে বাঁকুড়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে মঙ্গলবার বাঁকুড়া সফর থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত ডিসেম্বরে শুরু হতে চলেছে ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল । তারপরে কিভাবে সাধারণ মানুষের মধ্যে তার টিকাকরণ করানো যায়, তা নিয়ে পরিকল্পনা করছে কেন্দ্র। সে কারণেই প্রথম সারির বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে বৈঠক সেরে নিতে চাইছেন প্রধানমন্ত্রী।
এদিকে আগামী তিন দিন অর্থাৎ ২৩, ২৪ ও ২৫ নভেম্বর বাঁকুড়া সফরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, বাঁকুড়া থেকেই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই জঙ্গলমহল সফর পূর্ব নির্ধারিত ছিল। আগামিকাল বাঁকুড়ায় প্রশাসনিক ও প্রশাসনিক গণবন্টনের অনুষ্ঠান রয়েছে। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের জন্য এই সফরে কিছু রদবদলও হতে পারে।
আরও পড়ুনঃ বিজেপির বিজয়া সম্মিলনীতে ডাক পায়নি বৈশাখী, অনুপস্থিত শোভন
উল্লেখ্য দেশে প্রতিষেধক তৈরির অগ্রগতি ও তা বণ্টনের প্রক্রিয়াটি দেখভালের জন্য এক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কেন্দ্র৷ স্বাস্থ্যমন্ত্রকের উচ্চপদস্থ কর্তা, বিশেষজ্ঞেরা ছাড়াও এই কমিটিতে আছেন নীতি আয়োগের কর্তারা৷ দেশে করোনা প্রতিষেধক তৈরির ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর দফতরে তাঁরা জমা দেন।
আরও পড়ুনঃ বিজেপি নেতাদের পরিবারে ভিন্নধর্মালম্বী বিবাহ ‘লাভ জিহাদ’-র আওতায় পড়বে কিনা প্রশ্ন ভূপেশ বাঘেলের
শুক্রবারই ভ্যাকসিন তৈরি এবং তা দ্রুত কী ভাবে মানুষের হাতে পৌঁছতে পারে, তা নিয়ে উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর মোদী টুইটে লিখেছিলেন, ‘ভ্যাকসিন সংক্রান্ত দেশের নীতি কী হতে চলেছে এবং কী ভাবে অগ্রসর হওয়া যায়, তা নিয়ে একটি বৈঠক করলাম। ভ্যাকসিন তৈরির কাজ কত দূর, কত দ্রুত তা অনুমোদনের জন্য পাঠানো যেতে পারে এবং কী ভাবে তা বাজারে আসতে পারে, এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হল’।
তাঁর পরের টুইট ছিল, ‘বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কারা আগে ভ্যাকসিন পাবেন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যাতে দ্রুত এই ভ্যাকসিন দেওয়া যায় এবং তার পর কী ভাবে দ্রুত তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে, সে সবই উঠে এল আলোচনায়।’ মনে করা হচ্ছে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে এই প্রসঙ্গ উঠে আসতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584