ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী

0
122

মনিরুল হক,কোচবিহারঃ

আগামী ১৫ তারিখ কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ তারিখ কোচবিহারের দলীয় কর্মসূচিতে যোগদান করবেন তিনি । তবে কোথায় ওই দলীয় কর্মসূচি হবে তা এখনও ঠিক করা হয়নি।

cm mamata banerjee | newsfront.co
ফাইল চিত্র

এবিষয়ে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, সম্ভাব্য আগামী ১৫ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক একটি কর্মসূচিতে আসবেন। তবে ওই দলীয় কর্মসূচি কোথায় কিভাবে হবে তা এখনও ঠিক করা হয়নি।

আরও পড়ুনঃ সিএএ ইস্যু নিয়ে রাজ্যে নিজের দলের বিরুদ্ধেই প্রশ্ন তুললেন, বিজেপি সাংসদ শান্তনু

প্রসঙ্গত, গত শুক্রবার সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন মিহির গোস্বামী। তাঁর পর তিনি দলের সাথে ৩০ বছরের সম্পর্ক নিজের ফেসবুক প্রোফাইলে স্টেটাস দিয়ে ছিন্ন করার কথা ঘোষণা করে বিজেপিতে যোগদান করেন ।

আরও পড়ুনঃ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মুখ্যমন্ত্রীকে ডাকবেন রাজ্যপাল দাবি সৌমিত্রর, জানল কী করে প্রশ্ন সৌগতর

এই পরিস্থিতিতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের অবস্থা কেমন রয়েছে তা সরেজমিনে তদন্ত করতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার আসছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here