নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এখন থেকে প্রতি মাসে ২ দিন এসএসকেএমে গিয়ে স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানিয়ে দেন, যে আগামী বৃহস্পতিবার বিকেল ৪টার সময় তিনি আবার এসএসকেএম হাসপাতালে যাবেন ও ১ ঘণ্টা থাকবেন। এদিনই মুখ্যমন্ত্রী জানান যে, টাটা মেডিক্যাল সেন্টার ক্যানসারের চিকিৎসায় কলকাতায় ও শিলিগুড়িতে দুটি হাসপাতাল তৈরি করতে চলেছে।
এসএসকেএম থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান যে, তিনি এবার থেকে মাসে দুবার করে সেখানে যাবেন। পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কাজের পর্যালোচনা করার উদ্দেশ্যেই তিনি এসএসকেএমে যাবেন প্রতি ১৫ দিন অন্তর। যেহেতু স্বাস্থ্য ভবন অনেকটা দূরে, সেজন্যই তিনি এসএসকেএম হাসপাতালেই যাবেন এবং এসএসকেএম যেসব উন্নয়নমূলর কাজ হাতে নিয়েছে, সেগুলি পর্যালোচনা করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিকেল চারটেয় তিনি এসএসকেএমে যাবেন ও এক ঘণ্টা থাকব। কখনও মুখ্যসচিব, কখনও স্বাস্থ্যসচিব তাঁর সঙ্গে থাকবেন।
আরও পড়ুনঃ কান্দাহার-হেরাতে ভারতীয় দূতাবাসে তল্লাশি অভিযান তালিবানদের, নিয়ে গেল গোপন নথিও
মুখ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্য বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সচিব স্বাস্থ্য ভবনে বসেন। তাই আমরা প্রতি বৃহস্পতিবার এসএসকেএমে শিবির করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শহরে থাকলে প্রতি ১৫ দিনে একবার করে বসব এসএসকেএমে। স্বাস্থ্যক্ষেত্রের সমস্যাগুলির দ্রুত সমাধান এবং আরও ভালো পর্যবেক্ষণ ও সমন্বয় সাধনের উদ্দেশ্যেই এই পদক্ষেপ।“ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও।
আরও পড়ুনঃ ফের টিকার নিয়মে বদল কলকাতা পুরসভার
এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন যে তাঁর পরবর্তী লক্ষ্য রাজ্যে কর্মসংস্থান তৈরি করা। তিনি জানিয়েছেন, এই লক্ষ্য পূরণে একটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রতি ১৫ দিনে একবার করে কমিটির সঙ্গে বৈঠক করে তিনি রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরির বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584