আজ চ্যাম্পিয়নরা মাঠে নামছে, টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

0
104

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বুধবার আবু ধাবিতে চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই কলকাতা নাইট রাইডার্সকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১২ সালে প্রথমবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দৃশ্যটা প্রতিটা কলকাতাবাসীর মনে এখনও উজ্জ্বল হয়ে রয়েছে।

Mamata Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়

সেবছর হাজরা মোড় থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত ট্রফি নিয়ে শহর ঘুরেছিলেন গম্ভীররা। তারপরে ইডেনে হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। সবাইকে সম্মান জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দলের মালিক শাহরুখ খান নিজেও।

আজ কলকাতা নাইট রাইডার্সকে শুভেচ্ছা জানাতে নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “২০২০ সালে সব সমস্যার মোকাবিলা করার জন্য ভারতের মন্ত্র হয়ে উঠেছে করব, লড়ব, জিতব। প্রত্যেক ঘরে আনন্দের বার্তা বয়ে আনার জন্য আরও একদল চ্যাম্পিয়ন আজ মাঠে নামছে। নিজেদের আইপিএল মরসুম শুরু করার জন্য নাইট রাইডার্স ও স্নেহের শাহরুখকে অনেক শুভেচ্ছা”।

আরও পড়ুনঃ প্রত্যেকটা টুর্নামেন্ট নতুন লড়াই ইতিহাস নিয়ে ভাবি না- আত্মবিশ্বাসী ডি কে

কলকাতা নাইট রাইডার্সের স্লোগান হল করব, লড়ব, জিতব। এই লড়াই করে জিতে নেওয়ার মন্ত্র যে বর্তমান করোনা পরিস্থিতিতেও সবথেকে গুরুত্বপূর্ণ সেটাও আরও একবার মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই সেই মন্ত্রে বলীয়ান হয়ে সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা জানালেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here