‘বিদ্যুৎ আইন সংশোধনী বিল পাশ করানোর চেষ্টা করবেন না সংসদে’, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

0
55

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

‘বিদ্যুৎ আইন (সংশোধনী)বিল ২০২০-র মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ আইন বদলাতে চাইছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন তিনি। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বলেছেন যাতে ‘বিদ্যুৎ আইন (স‌ংশোধনী) বিল ২০২০’ সংসদে পাশ করানোর চেষ্টা না করা হয়।

Mamata Modi
মমতা বন্দ্যোপাধ্যায়-নরেন্দ্র মোদি

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিদ্যুৎ পরিষেবা সংবিধানের যৌথ তালিকাভুক্ত বিষয়। কিন্তু তা সত্বেও এ নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোন আলোচনা ছাড়াই গত বছর থেকে বিদ্যুৎ আইন পরিমার্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র।

প্রধানমন্ত্রীকে মমতা মনে করিয়ে দিয়েছেন, ‘২০২০ সালের ১২ জুন লেখা চিঠিতে এই বিতর্কিত বিলে যা কিছু ঘাটতি রয়েছে তা জানিয়েছিলাম।’ মুখ্যমন্ত্রী বলেন, এই বিল পাশের ফলে বিদ্যুৎ ক্ষেত্রে রাজ্যের নিয়ন্ত্রণ থাকবে না। যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ক্ষতিকর।

আরও পড়ুনঃ বিচারপতিদের হেনস্থা করা হলে সহযোগিতা মেলে না কেন্দ্রীয় গোয়েন্দাদের, অভিযোগ এনভি রমান্নার

নতুন বিদ্যুৎ আইনের খসড়া অনুযায়ী বিদ্যুতের বিলের পুরো টাকা প্রথমে গ্রাহকদের দিতে হবে। পরে ভর্তুকির টাকা তাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশংকা, এর ফলে বহু গ্রাহক টাকার অভাবে ঠিক সময়ে বিল মেটাতে পারবেন না। সে ক্ষেত্রে গ্রামের গরিবদের অনেকেরই বিদ্যুৎ সংযোগ কাটা যাবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here