নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পর অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার কেন্দ্রীয় প্রকল্প পিএম কিষান নিধির সুবিধা পেতে মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
West Bengal CM Mamata Banerjee writes to PM Narendra Modi, requesting him to "advise the concerned Ministry to release the due fund to the eligible farmers (under PM-Kisan scheme) and share the database of the 21.79 lakh farmers." pic.twitter.com/nkIBmhfBfN
— ANI (@ANI) May 6, 2021
তিনি লিখেছেন, পিএম কিষান নিধি প্রকল্পে ২১.৭৯ লক্ষ কৃষকের নাম পাঠানো সত্ত্বেও কেন্দ্রের পোর্টালে কেবল ৯.৮৪ লক্ষ কৃষকের নাম নথিভুক্ত রয়েছে। এছাড়া বাংলায় ভোট প্রচারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কৃষকদের যে ১৮হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন তা এবার পূরণ করা হোক।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসার কারণ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল
এ প্রসঙ্গে তিনি রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পের প্রশংসাও করেন অল্পবিস্তর। তিনি বলেন, রাজ্যের এই প্রকল্পে এখনও পর্যন্ত ৫৭.৬৭ লক্ষ কৃষক এই সুবিধা পেয়েছেন। এছাড়া ৬০বছরের কমবয়সীর মৃত্যুতে ২লক্ষ টাকা অর্থ সাহায্যের কথাও উল্লেখ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584