বিহার থেকে তুলে নেওয়া হল লকডাউন, জারি থাকবে নাইট কার্ফু

0
81

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

বিহার থেকে তুলে নেওয়া হল লকডাউন, তবে জারি থাকবে নাইট কার্ফু। আজ মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার টুইট করে জানিয়েছেন, বিহারে লকডাউনের কারণে করোনা সংক্রমনের হার কমেছে। তাই আগামীকাল অর্থাৎ ৮ জুন থেকে রাজ্যে লকডাউন তুলে নেওয়া হচ্ছে, তবে সন্ধ্যা ৭ টা থেকে পরের দিন সকাল ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। এর পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিসগুলি ৫০% কর্মচারী নিয়ে বিকেল ৪ টা পর্যন্ত খুলতে পারে। দোকান খুলে রাখার সময় বাড়ল বিকেল ৫ টা পর্যন্ত।

nitish kumar | newsfront.co
নীতিশ কুমার। সৌজন্যেঃ এনডিটিভি

এছাড়াও তিনি জানিয়েছেন, আপাতত পড়াশোনা চালু থাকবে অনলাইনেই। ব্যক্তিগত গাড়ি চলাচলে অনুমতি। এই সুবিধা আগামী এক সপ্তাহ অর্থাৎ ১৫ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া, অতিরিক্ত জমায়েত এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন বিহার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বিয়ের জন্য পাত্র চাই তবে নেওয়া থাকতে হবে ভ্যাকসিনের দুটি ডোজই, ভাইরাল পোস্ট

উল্লেখ্য, বিহারে এখনও পর্যন্ত ৭,১৩,৮৭৯ পজিটিভ কেস রয়েছে এবং মৃত্যু ৫ হাজার ৪২৪। অ্যাকটিভ কেসের সংখ্যা ৮ হাজার ২৩০ এবং সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ। এখন পর্যন্ত ১.১২ কোটিরও বেশি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২০ লক্ষেরও বেশি ১৮-৪৪ বছর বয়সী গ্রুপে রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here