শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পশ্চিমবঙ্গকে বলা হয় দেশের সংস্কৃতির রাজধানী। অথচ জাতীয় শিক্ষানীতিতে ভাষার তালিকায় অন্তর্ভুক্ত নেই খোদ বাংলা ভাষাই। সোমবার ১৪ সেপ্টেম্বর টুইট করে হিন্দি দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকেও ধ্রুপদী মর্যাদা দেওয়ার জন্য আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার তাঁর টুইটে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’–র প্রসঙ্গ উল্লেখ করেন। তারপর তিনি লেখেন, ‘বাংলার এই মাটিতে সব কিছুই অন্তর্ভুক্ত। এই রাজ্য বৈচিত্র্যেরর মধ্যে ঐক্য বজায় রাখার চেষ্টা সব সময় চালিয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকার বাংলায় হিন্দি শিক্ষা, সংস্কৃতি এবং হিন্দি সম্প্রদায়ের কল্যাণের হেতু বিভিন্ন উদ্যোগ নিয়ে এসেছে। রাজ্য সরকার হিন্দি, উর্দু, গুরমুখী, অলচিকি, রাজবংশী, কামতাপুরী, কুরুখ ভাষাকে স্বীকৃতি দিয়ে সব ভাষাভাষির মানুষের বিকাশের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আরও পড়ুনঃ সাইবার নিরাপত্তায় জোর! কলকাতা পুলিশের ৯ ডিভিশনেই সাইবার ল্যাব খুলছে লালবাজার
এরপরেই তিনি আবেদন করেন, কেন্দ্রের কাছে আমার অনুরোধ, নয়া জাতীয় শিক্ষানীতির ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য যা প্রয়োজন তা করা হোক।’ যদিও মুখ্যমন্ত্রীর আবেদনে কেন্দ্র সাড়া দেয় কিনা, তা কিছুদিন পরেই বোঝা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584