বিশ্বভারতী-শান্তিনিকেতনে কোনও পাঁচিল চাই না, শান্তির পক্ষে মত মুখ্যমন্ত্রীর

0
57

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সোমবার সকাল থেকেই বিশ্বভারতী ও শান্তিনিকেতনে পাঁচিল নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। এদিন সকালে স্থানীয় মানুষ জমায়েত হয়ে পাঁচিল ভেঙে দেন। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে নামতে হয় পুলিশকে। এদিন নবান্নেও এ বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee | newsfront.co
সংবাদ চিত্র

নবান্নের সাংবাদিক সম্মেলন থেকেই তিনি জানান, ভুবনডাঙার মাঠে পাঁচিল পড়ুক তা তিনি চান না। রাজ্যপাল তাঁকে বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে ফোন করেছিলেন। সেখানে তিনি নিজের অবস্থান পরিস্কার করে দিয়েছেন রাজ্যপালের কাছে। একই সঙ্গে জানিয়েছেন, উপাচার্য না ডাকলে বিশ্বভারতীতে পুলিশ ঢুকবে না। নির্দেশ না পেলে শিক্ষাক্ষেত্রে পুলিশ ঢুকতে চায় না। তিনি জেলাশাসককে তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত বৈঠক ডেকে পরিস্থিতি শান্ত করার জন্য।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রথমে বিশ্বভারতী নিয়ে কোনও প্রশ্নের জবাব দিতে চাননি। পরে নিজেই মত বদলে জানান, বিষয়টি নিয়ে রাজ্যপাল নিজেই যোগাযোগ করেছিলেন তাঁর সাথে। দুইজনের মধ্যে বিষয়টি নিয়ে কথাও হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে করোনা চিকিৎসায় চালু হচ্ছে ‘ন্যাজাল হাই পাওয়ার অক্সিজেন ক্যানুলা’

মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আমি কোনও মন্তব্য করব না। তবে রাজ্যপাল আমাকে ফোন করার পর আমি খোঁজ নিয়ে যা জেনেছি, ওখানে একটা নির্মাণকাজ চলছিল। সেখানে সেই কাজ চলার সময় কিছু বহিরাগত উপস্থিত ছিলেন। বহিরাগত মানে যারা ওই নির্মাণ কাজ চালাতে এসেছিলেন। ছাত্ররা তার প্রতিবাদ জানায়।

আরও পড়ুনঃ বিশ্বভারতীতে বিশৃঙ্খলা, টুইট রাজ্যপালের

জেলাশাসককে বলেছি, উপাচার্যের সঙ্গে কথা বলে প্রয়োজনে পড়ুয়া ও স্থানীয়দের নিয়ে বৈঠক করুন। আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী গড়ে তুলেছিলেন প্রাকৃতিক পরিবেশে শিক্ষাদানের জন্য। আমি একটাই কথা বলব, বাংলার ঐতিহ্য যাতে নষ্ট না হয়, বিশ্বভারতীর গৌরব এবং ঐতিহ্য যাতে অটুট থাকে, তা আমাদের সকলের দেখা উচিত।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here