গোটা ঘটনার তদন্ত হবে,একজনের মৃত্যুও দুর্ভাগ্যজনকঃমমতা

0
75

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

কলকাতা বড়বাজারের মা উড়ালপুল ভেঙে পড়ার স্মৃতি আজও সকলকে নাড়া দিয়ে উঠে।ঠিক তেমনই এবার কলকাতার মাঝেরহাট ব্রিজের একাংশ ভেঙে পড়ল। এই ঘটনায় আহত বেশ কয়েকজন।আহতদের ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ,দমকল,বিপর্যয় মোকাবিলা বাহিনী।এই ঘটনার পর থেকে বন্ধ বজবজগামী ট্রেন চলাচল।

নিজস্ব চিত্র

অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পাহাড়ে রয়েছেন। অপরদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে তিনি বলেন ঘটনাস্থলেই ইতিমধ্যেই পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতা পৌরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও কলকাতা পুলিশ কমিশনারকে পাঠিয়েছি।একটা দুর্ঘটনা ঘটেছে কীভাবে ঘটেছে তা নিয়ে তদন্ত পরে করা হবে।তবে বিষয়টি তদন্ত করে নিশ্চয়ই দেখা হবে। কিন্তু আগে যারা আহত আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা। এবং যদি কারও কোন ক্ষতি হয়ে থাকে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়াটা আমাদের আসল কাজ।যদিও ঘটনাস্থলে উদ্ধার কাজে পুলিশ,দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমেছে।এক জনেরও মৃত্যু দুঃখজনক।যদিও পাহাড় থেকে কলকাতা ফিরে যেতে চাইছি। কিন্তু দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতে গেলেও চার ঘন্টা সময় লাগবে এখন বৃষ্টির দিন।শুধু তাই নয় এখন কোন বিমান নেই।তাই আমাদের মনটা এখন ওখানেই পড়ে রয়েছে। এবং পুরো বিষয়টি আমরা এখান থেকে মনিটরিং করছি।এর পাশাপাশি টাইম টু টাইম যারা ঘটনাস্থলে রয়েছেন তাদের থেকে সব খোঁজ খবর নিচ্ছি। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনায় মৃত্যুর খবর নেই এবং পুরো বিষয়টি নজরদারি করে তদন্ত করা হবে।

আরও পড়ুনঃ ভেঙে পড়ল মাঝেরহাট ব্রীজ, বেশ কিছু মৃত্যুর আশঙ্কা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here