ফেরার পথে দৃষ্টিহীন ছাত্রীদের স্কুলে মুখ্যমন্ত্রী

0
34

মনিরুল হক, কোচবিহারঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙায় পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে নির্বাচনী প্রচার সভা সেরে ফেরার পথে মাঝ রাস্তাতেই তাঁর চোখে পড়ে দৃষ্টিহীন ছাত্রীদের একটি স্কুল।দেখা মাত্রই মুখ্যমন্ত্রী গাড়ির চালককে গাড়ি থামাতে বলেন।তারপর গাড়ি থেকে নেমে সোজা ওই ছাত্রীদের কাছে গিয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী।

CM visited blind school
নিজস্ব চিত্র

সেখানে গিয়ে ওই ছাত্রীদের সাথে কথা বলেন তিনি।তাদের পড়াশোনায় কোনও অসুবিধা হচ্ছে কিনা,সেই খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।এর পাশাপাশি ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তারপর আবার গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে যায় মুখ্যমন্ত্রীর গাড়ি।ওই ছাত্রীদের কাঁধে হাত রেখে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।মুখ্যমন্ত্রীকে হঠাৎ এভাবে কাছে পেয়ে খুশিতে ঝলমল করে ওঠে বিশেষভাবে সক্ষম ওই ছাত্রীদের মুখ।পরে সেই ছবি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মমতা লিখেছেন, “ওদের উষ্ণতা আমার মন ছুঁয়ে গিয়েছে।”

CM visited blind school
নিজস্ব চিত্র

প্রসঙ্গত, এদিন মাথাভাঙার সভা থেকেও প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওই জনসভায় থেকে তিনি বলেন, “সবাইকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বিজেপি।দাঙ্গাবাজ বিজেপির সারা শরীরে মানুষ খুনের রক্ত লেগে আছে।” সভার শুরুতেই নাগরিকপঞ্জি নিয়ে মোদীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “অসমে ২২ লক্ষ হিন্দুর নাম বাদ দিয়েছে।২৩ লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছে। জীবনে বাংলায় এনআরসি করতে দেব না।”

আরও পড়ুনঃ মমতাই মোদীর প্রধান শত্রু বললেন ফিরহাদ

মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেন, “ যার সারা শরীরে রক্তের দাগ,সে প্রধানমন্ত্রী হয়েছে এটা লজ্জার।এখন মানুষই বলছে চৌকিদার চোর হ্যায়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here